সরদার ফজলুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী, উদীচীর অনুষ্ঠান
‘সৎ, নিষ্ঠাবান, সম্পূর্ণ একজন মানুষ ছিলেন সরদার ফজলুল করিম। প্রগতিশীল চিন্তা-চেতনার মাধ্যমে মানবতাবোধের দর্শন চর্চা করে সমাজকে নিখুঁত করে তোলার জন্য যেসব মানুষ জীবন উৎসর্গ করেছেন, সরদার ফজলুল করিম তাঁদের একজন। আমাদের উচিত, এমন মহান মানুষকে আরো বেশি বেশি করে অনুসরণ করা।’ প্রখ্যাত দার্শনিক, শিক্ষাবিদ, জ্ঞানতাপস এবং উদীচীর সাবেক উপদেষ্টা অধ্যাপক সরদার ফজলুল করিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে উদীচী আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন উদীচীর সভাপতি কামাল লোহানী।
গত ২৭ জুন বিকেল ৪টায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয় (১৪/২ তোপখানা রোড, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) এ আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠান আয়োজন করে উদীচী ঢাকা মহানগর সংসদের গ্রন্থাগার ও পাঠচক্র বিভাগ। উদীচী ঢাকা মহানগর সংসদের সহসভাপতি কাজী নিবাস দের সভাপতিত্বে এতে সরদার ফজলুল করিমের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার।
এ ছাড়া আলোচক হিসেবে ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল। উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদের অন্যান্য নেতাকর্মীও এতে অংশ নেন।