আর্চির স্রষ্টা টম মুর আর নেই
আর্চি কমিকসের স্রষ্টা টম মুর আর নেই। সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসোতে ৮৬ বছর বয়সে মারা যান তিনি। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি।
টম মুরের ছেলে লিটো বুজান্দা মুর বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, বেশ কিছুদিন আগে টম মুরের গলার ক্যানসার ধরা পড়েছিল। তবে তিনি এর চিকিৎসা করাতে চাননি।
কোরিয়ান যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীতে ছিলেন মুর। যুদ্ধক্ষেত্রে থাকার সময়েই কার্টুন আঁকা শুরু হয় তাঁর। যুদ্ধ থেকে ফিরে নিউ ইয়র্কে কার্টুনিস্টদের একটি স্কুলে ভর্তি হন তিনি। কার্টুন আঁকার প্রাতিষ্ঠানিক হাতেখড়ি তাঁর সেখানেই। এ সময় তাঁর শিক্ষক ছিলেন টারজান কমিকের ইলাস্ট্রেটর বার্নি হোগার্থ।
১৯৫৩ সাল থেকে আর্চি কমিকসের দায়িত্ব নেন মুর। এ সময় থেকেই আর্চি, এন্ড্রু ও তার বন্ধুদের কার্টুন চরিত্র আঁকা শুরু করেন টম মুর। টানা তিন দশকের সফলতার পর ১৯৮০-এর দশকের শেষ দিকে এসে আর্চি কমিকস থেকে অবসর নেন মুর।
১৯৬০-এর দশকে তাঁর আঁকা কমিকসগুলো পায় তুমুল জনপ্রিয়তা। এ সময় প্রতিবছর তাঁর কমিকস বিক্রি হতো পাঁচ লাখ কপিরও বেশি।
১৯৯৬ সালে নিজের সৃষ্টি সম্পর্কে জানাতে গিয়ে এক সাক্ষাৎকারে মুর জানিয়েছিলেন, ‘আমি মাসে একটা কমিক বইয়ের কাজ করি। কিন্তু আমরা সব সময় ছয় মাস আগে থেকে পরিকল্পনা শুরু করি।’