প্রকাশনা
গণমাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে হারুন হাবীবের বই
মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক হারুন হাবীবের ‘গণমাধ্যম ১৯৭১ : বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো গতকাল মঙ্গলবার। এ উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা সাংবাদিক ও লেখক।
অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনার পাশাপাশি মুক্তিযুদ্ধে দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন নির্ধারিত আলোচক ও অতিথিরা। এ আয়োজনে স্বাগত বক্তব্য প্রদান করেন পাক্ষিক অন্যদিন-এর সম্পাদক এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধের কলমসৈনিক তোয়াব খান। গ্রন্থ বিষয়ে আলোচনা করেন ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক ও মুক্তিযুদ্ধের কলমযোদ্ধা কামাল লোহানী।
অনুষ্ঠানে বইটির লেখক হারুন হাবীব বলেন, ‘মুক্তিযুদ্ধে ঘটনাচক্রে সাংবাদিকতার সঙ্গে আমি সম্পৃক্ত হয়ে যাই। সেই সময় আমি বয়সে বেশ ছোট। এবং পরে আমার কাছে মনে হলো আমি যদি আমার অভিজ্ঞতা দিয়ে মুক্তিযুদ্ধের সম্পর্কে একটি বই লিখি, তাহলে তা পরের প্রজন্মের মানুষ জানতে পারবে। আর আমি এই বইটির মাধ্যমে তখনকার মুক্তিযুদ্ধের পক্ষে লেখা কিছু দেশি-বিদেশি পত্রিকার কথা তুলে ধরার চেষ্টা করেছি।’
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধকে এক সেকেন্ডের জন্যও ভুলে থাকা সম্ভব না। আর শুধু আমাদের প্রজন্ম না, তার পরের প্রজন্ম এলেও এই মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখে শেষ করা সম্ভব না। এই বইটি লেখার উদ্যোগ গ্রহণ ও চেষ্টা করার জন্য হারুন হাবীব অবশ্যই ধন্যবাদের দাবিদার। আমাদের সবার উচিত, মুক্তিযুদ্ধ নিয়ে আরো অনেক অনেক বই লেখা। হারুন হাবীবের বইয়ের তথ্যগুলো আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। এখন আরো অনেক বিষয় আছে, যা আমাদের অজানা। আর এই অজানা বিষয়ের ওপর আমাদের আরো অনেক অগ্রগতি দরকার।’
তোয়াব খান বলেন, ‘বইটি লেখা হয়েছে আমাদের সঙ্গে দেশের বাইরের পত্র-পত্রিকা কীভাবে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল, তাই নিয়ে। কিন্তু আরো যত মুক্তিযুদ্ধের রিপোর্ট ছিল, সেগুলোও থাকা উচিত ছিল। আমার মনে হয়, জন্মের পর থেকেই আমরা রাজনীতির বিষয়ে খুব অভিজ্ঞ হয়ে থাকি। কিন্তু আমরা আমাদের দেশের ইতিহাস জানি না, মুক্তিযুদ্ধের ইতিহাস জানি না। আমাদের নতুন প্রজন্মকে এই সম্পর্কে ধারণা দিতে হবে। আর তার জন্য হারুন হাবীবের গ্রন্থটি অনেক ভূমিকা রাখবে।’
সভাপতি কামাল লোহানী বলেন, ‘আজকাল মুক্তিযুদ্ধকে খুব বিকৃত করা হয় রাজনৈতিক অঙ্গনে। আর আমার মনে হয়, আমি সব সময়ই এর বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই জন্য হাবীবকে অত্যন্ত ধন্যবাদ জানাই। কারণ, হাবিবের এ বই থেকে সত্যি তথ্যগুলো পাওয়া যাবে। মুক্তিযুদ্ধের সময় তিনি সবকিছুর পাশাপাশি ক্যামেরা হাতে বন্দি করেছেন অনেক দৃশ্য। তাঁর চিন্তা ছিল চিত্রগুলো দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করবেন। কিন্তু এখন পর্যন্ত চিত্রগুলো প্রকাশ পায়নি। আশা করি, শিগগিরর চিত্রগুলো প্রকাশ করা হবে।’
‘গণমাধ্যম ১৯৭১ : বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ।