রোহিঙ্গাদের পক্ষে সাহিত্যিকদের বিবৃতি
নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা লিট ফেস্ট। গত শনিবার শেষ হওয়া এ সাহিত্য উৎসবে অংশগ্রহণকারী দেশি-বিদেশি খ্যাতিমান ৪৫ জন সাহিত্যিক এ আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেন। এতে তাঁরা বলেন, ‘রোহিঙ্গাদের পাশে দাঁড়ান, তাদের সহায়তা দিন। এই সহিংসতায় জড়িতদের জবাবদিহির আওতায় আনুন।’
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন, খ্যাতিমান সিরিয়ান কবি আদোনিস, অস্কারজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন, বুকারজয়ী ঔপন্যাসিক বেন ওকরি, নাট্যকার ডেভিড হেয়ার, ইতিহাসবিদ উইলিয়াম ড্যালরিম্পল, লেখক লিওনেল শ্রিভার, সৈয়দ মনজুরুল ইসলাম ও কায়সার হক।
এতে আরো স্বাক্ষর করেন আমিরা হক, নিকোল ফারহি, চার্লস গ্লাস, ডোমিনিক জিগলার, এসথার ফ্রয়েড, স্যান্ড্রো কপ, কাজী নাবিল আহমেদ, খাদেমুল ইসলাম, ফিরদাউস আজিম, জাফর সোবহান, জন ম্যাকিনসন, নন্দনা সেন, ফখরুল আলম, আনিসুল হক, জুলফিকার রাসেল, রদেরিক ম্যাথিউস, সম্রাট চৌধুরী, সুদীপ চক্রবর্তী, জেস বল, ক্যাথেরিন লেসি, বি রোলেট, আন্দ্রে নাফিস সাহেলি, লুক নেইমা, দীপক উন্নিকৃষ্ণান, বেলাল আহসান বাকি, স্টিফেন অল্টার, গর্গ চট্টোপাধ্যায়, শর্বরী আহমেদ, নাদিয়া কবির বার্ব, নাওমি হোসাইন, নাসরিন সাত্তার, নাদিম জামান, সৈয়দ বদরুল আহসান, মাহরুখ মহিউদ্দিন, তালাল আহমেদ চৌধুরী, শামসাদ মর্তুজা ও লুবা খলিলি।