শোক সংকল্প
স্মরি তাঁরে বড় ক্ষুব্ধ ব্যথিত হৃদে
উদ্বিগ্ন আনমনা ও ব্যাকুল আবেগে
তব গর্বিত স্মৃতিচিহ্ন পূর্ণ কলেবরে
এ দুঃখী বঙ্গ-জাতির কর্ম-মর্ম ভালে।
তব প্রকৃতি, দেশমাতৃকার ক্রোড়ে
আবলী বিদ্বেষ ও প্রতিহিংসা বিজয়ে
স্বার্থান্ধ দৃষ্টি, চক্রান্তের মূলোৎপাটনে
কবে কোন দুর্লভ- শুভ ক্ষণিকে হঠাৎ
শাশ্বত সত্য প্রকাশ ও সাধনের তরে
পরম ও চরম হৃত জ্যোতি গৌরবচ্ছটায়
অমর আবেগ আনন্দ উল্লাসে মাতি
ঐশ্বরিক রহমত, সৌন্দর্য ও ভক্তির
চির মহান উচ্ছ্বাস ঔদার্যে উদ্ভাসিবে।
হায়! অভাগা দুঃখী বঙ্গবাসী তব দীর্ঘশ্বাস
উতাল আকাশ পাতাল কারবালা হতাশ!
দেশ মজলুম মেহনতীর বুকভরা আশা ভরসা
অঙ্কুরে বিনাশ, মেধা-নেতাহীন শ্যাম সরসা!
নব দেশে নয়া উদ্যমে দুর্বার স্বপ্নদ্রষ্টার দর্শন
তমঃ নভঃ তলে স্তব্ধ হলো মুক্তির গর্জন!
মুক্তিযুদ্ধের চেতনা-ভিত দেশের সংবিধান
আদর্শ নীতি দলিত, শত্র“রা ক্ষ্যাপা, সাবধান!
মহা মুক্তির এ-মহা উৎসবলগ্নে আজি
বঙ্গবন্ধু, তব তেজস্বী শৌর্য-বীর্য সঙ্গ ত্যাজি
নয় কোটি বঙ্গবাসী আজ দিশেহারা যেন
মূঢ় নির্বাক, নিঃসঙ্গ, নীড়হারা পথভ্রষ্ট।
মম গন্তব্যস্থল বন্ধুর প্রহেলিকাচ্ছন্ন
এ- মহা সংকট হতোদ্যম গণ-সঙ্গীণে
মম-আহ্বানে তব অনন্ত বিদেহী আত্মা
ক্ষোভ, মান-অভিমানের ঊর্ধ্বে, ত্যাগে
তব সাধারণ ক্ষমা ও সরল আশীর্বাদে
মোদের জন্ম সার্থক, চরিতার্থ আশাবাদে
যেন সহস্র দুঃসহ অনুতাপ প্রায়শ্চিত্তে
মোরা দীক্ষিত, আজীবন শ্রান্ত ও শান্ত।
তব শিক্ষা, ত্যাগ, দুর্বার উত্থান অভিযান
গড়তে বাংলা মূলমন্ত্র তব হবে মহীয়ান
বাংলা বাঙালি আজি এ-ক্ষণে বিহনে তোমার
এতিম তবু প্রতিজ্ঞ, কর্মে তব ঋণ শোধাবার।