শাশ্বতী মাথিনের প্রথম বইয়ের মোড়ক উন্মোচন
এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক শাশ্বতী মাথিনের সাক্ষাৎকারভিত্তিক সংকলন গ্রন্থ ‘মহৎ পেশার মানুষ’।
গতকাল রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি অনলাইনের কার্যালয়ে উন্মোচন করা হয় গ্রন্থটির মোড়ক।
এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ ফিতা কেটে এবং রঙিন কাগজের মোড়ক খুলে সবার সামনে তুলে ধরেন বইটি। এ সময় হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ, ফিচার এডিটর বিধান রিবেরুসহ শাশ্বতী মাথিনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।
নুরুদ্দীন আহমেদ লেখককে শুভকামনা জানিয়ে বলেন, ‘এটা আপনার বড় অর্জন। এ যাত্রা অব্যাহত থাকুক।’
হেড অব এনটিভি অনলাইন খন্দকার ফকরউদ্দীন আহমেদ বলেন, ‘এই বইটির জন্য প্রায় এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন মাথিন। তাঁর সেই প্রচেষ্টা সফল হয়েছে। আমরা ২০ জন চিকিৎসকের মহৎ অনেক উদ্যোগের বিষয়ে জানতে পেরেছি। এ বইটি পাঠককেও উদ্বুদ্ধ করবে মহৎ কোনো কাজে নিযুক্ত হতে।’
নিজের প্রথম বই প্রকাশ নিয়ে স্বভাবতই উৎফুল্ল শাশ্বতী মাথিন। বইটি সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে যাঁরা এগিয়ে নিয়ে গেছেন, নতুন যাঁরা ভালো কাজ করার চেষ্টা করছেন, তাঁদের জীবন স্বপ্ন ও দর্শনের ওপর ভিত্তি করে প্রতিটি লেখা তৈরি হয়েছে।’
চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে যাঁরা জড়িত, কেবল তাঁরাই নন, যাঁরা বড় মানুষের কাছ থেকে প্রেরণা পেতে চান, তাঁদেরও এই বইটি উদ্দীপনা জোগাবে বলে আশা প্রকাশ করেন লেখক।
‘মহৎ পেশার মানুষ’বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটিতে রয়েছে ২০ চিকিৎসাবিদের সাক্ষাৎকার। সেখানে এসেছে তাঁদের বেড়ে ওঠা, জীবন-সংগ্রাম, স্বপ্ন ও সাধনার কথা। বইটির প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান। মূল্য ২০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের ২ নম্বর প্যাভিলিয়নে।