পিঙ্কি চক্রবর্তীর দুটি কবিতা
ভালোথাকা-মন্দথাকা
তোমার আনন্দের কথা লুকানো আছে
কবিতার অক্ষরে
তোমার দুঃখের কথা লুকানো আছে
আঁধার ঘরে।
সকালের রোদ পোহালে ভেসে যায়
বিষাদ ধূসর।
যা কিছু আড়ালে থাকে, মনকে ভাবায়
নিকট দূর।
যন্ত্রণার নীরব নালিশে সাক্ষাৎপর্ব
পড়ে থাকে
চরাচরে মরা জ্যোৎস্না-বিরহ, ব্যথার
ছবি আঁকে।
সন্দেহ আর আতঙ্কে স্মৃতি পোড়ে
স্বপ্ন রঙিন
নিষ্পলক চোখে ভালোথাকা-মন্দথাকার
উদ্ভ্রান্ত দিন।
কতটুকু প্রেম দিলে
কতটুকু প্রেম দিলে তুমি তৃপ্ত হবে
অপলক দৃষ্টি ভাষা খুঁজেছে
চেতনার বাইরে স্বপ্নবিলাস।
সম্পর্কের দহনে একদিন
অভিমান জমে ওঠে যৌবনের নদীতে।
***
সময় গড়িয়ে চলে, নদী-ভাঙা খেলে
তুমি সেই পাড়ের একাযাত্রী
কতটুকু ডুব দিলে গভীর ছুঁতে পারো?
কতবার খেয়া বেয়ে
পারাবার করো ত্রিবেণী সঙ্গম।
***
টুপটাপ শব্দে ভিজেছিলে কখনও
আলো-আঁধারির বৃষ্টিতে!
বহুদিন কেটে গেছে...
শব্দেরা জাল বুনেছে কালের সীমা পেরিয়ে
তখনই প্রবল বাতাসে অস্থির হয়ে ওঠে হৃদয়ের কথা
কতটুকু প্রেম দিলে হৃদয় ছোঁয়া যায়!