রুমীর একক প্রদর্শনী ‘পৌরাণিক রহস্য’
মানুষের সৃষ্টিকর্মে তাঁর রুচি, প্রবণতা, স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং অনুভূতি প্রকাশিত হয়। আর মানুষটি প্রভাবিত হন তাঁর পারিপার্শ্বিকতা দিয়ে। টিকে থাকার জন্যই মানুষ শেখে অনুসরণও করে। শিল্পী এ আর রুমী এসব কথাই বলেন তাঁর ছবিতে। ক্যানভাসে রং মেখে তিনি আমাদের অতীতের দরবারে নিয়ে যান। ফিরিয়ে আনেন ঐতিহ্য, যেখানে আমাদের বিশ্বাস আর মূল্যবোধ সযত্নে রক্ষিত আছে।
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ‘পৌরাণিক রহস্য’ শিরোনামে শুরু হয়েছে শিল্পী এ আর রুমীর একক চিত্রপ্রদর্শনী।
শিল্পীর রেখাগুলো সাবলীল এবং রং স্বতঃস্ফূর্ত। পুরোনো গল্পগুলোকে তিনি নতুন করে সাজান-যেভাবে জ্যামিতিতে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র আঁকি একই রেখা বারবার বিভিন্নভাবে টেনে। শিল্পী রুমির ছবিতে আছে শীতল পাটি, শোলার পাখি, নকশি কাঁথা, মুখোশ, মাটির কলস ইত্যাদি। তবে রঙের মেলবন্ধন তাঁর নিজস্ব, সেগুলো আলাদা এবং স্বতন্ত্র।
শিল্পী রুমী ১৯৭৯ সালে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে তিনি বিএফএ এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ থেকে এমএফএ শেষ করেন। বর্তমানে তিনি সহকারী অধ্যাপক হিসেবে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে কর্মরত আছেন। ২০০৬ সালে জাপানের টোকিওতে তাঁর প্রথম একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয় । ‘পৌরাণিক রহস্য’ শিল্পীর একক তৃতীয় প্রদর্শনী। এটি ছাড়া দেশ-বিদেশে তিনি ১৮ যৌথ প্রদর্শনীতে অংশ নেন।
গত ৭ আগস্ট বিকেল সাড়ে ৫টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রদর্শনীটি চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।