মায়া অ্যাঞ্জেলোর কবিতা
আফ্রো-আমেরিকান কবি মায়া অ্যাঞ্জেলো মার্কিন সাহিত্যে এক জীবন্ত প্রতিবাদ। সাতটি আত্মজীবনী, তিনটি সমালোচনা গ্রন্থের পাশাপাশি তিনি অসংখ্য কবিতা লিখেছেন। নাটক, সিনেমা, টেলিভিশনে গত ৫০ বছরে ঘুরেফিরে বহুবার তাঁর কথা, তাঁর কবিতার কথা উঠে এসেছে। ডজনখানেক গুরুত্বপূর্ণ পুরস্কারের পাশাপাশি পঞ্চাশের অধিক সম্মানজনক ডিগ্রি অর্জন করেছেন তিনি। তাঁর ‘আই নো হোয়াই দ্য কেইজড বার্ড সিংগস’ আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বই। তাঁর লেখায় নারীর বিরুদ্ধে এবং কৃষাঙ্গ তথা যাবতীয় অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ উঠে এসেছে। নিচে এই প্রতিবাদী কবির কয়েকটি কবিতার অনুবাদ দেওয়া হলো। অনুবাদ করেছেন মুম রহমান।
তবু আমি জাগি
তুমি হয়তো আমাকে লিখে রাখবে ইতিহাসে
তোমার তিক্ততা আর পেঁচানো মিথ্যা দিয়ে,
তুমি হয়তো পদদলিত করবে আমাকে খুব নোংরায়
তবুও, ধূলিকণার মতো, আমি জেগে উঠব।
আমার স্পর্ধা তোমাকে বিপর্যস্ত করে?
তুমি কেন বিষাদে আক্রান্ত হও?
কেননা আমি এমনভাবে হাঁটি যেন তেলের খনি
আছে আমার বসার ঘরে।
ঠিক চাঁদ আর সূর্যের মতো,
জোয়ারের নিশ্চয়তা সহ,
ঠিক উত্থিত আশার মতোই
তবু আমি জেগে উঠি।
তুমি কি আমাকে ভঙ্গুর দেখতে চাও?
নত মস্তক আর অবনত চোখে?
কাঁধ ঝুকে পড়েছে অশ্রুধারার মতো।
দুর্বল আত্মার ক্রন্দনে।
আমার ঔদ্ধত্য তোমাকে পীড়া দেয়?
একে তুমি বিশ্রী কঠিনভাবে নিও না
কারণ আমি এমনভাবে হাসি যেন সোনার খনি
খোঁড়া হচ্ছে আমার বাড়ির পেছনে।
তুমি আমাকে বিদ্ধ করতে পারো তোমার শব্দ দিয়ে,
তুমি আমাকে চিরে ফেলতে পারো তোমার চোখ দিয়ে,
তুমি আমাকে হত্যা করতে পারো তোমার ঘৃণ্যতা দিয়ে,
তবু আমি, বাতাসের মতো, জেগে উঠি।
আমার কামুকতা তোমাকে বিপর্যস্ত করে?
এটা কি একটা বিস্ময়ের মতো লাগে
যখন আমি নাচি যেন হীরা পেয়ে গেছি
আমার ঊরুদ্বয়ের মিলনস্থলে?
ইতিহাসের লজ্জিত পর্ণকুটির ছেড়ে
আমি জাগি
বেদনায় প্রথোতি অতীত ফুঁড়ে
আমি জাগি
আমি এক কৃষ্ণ সাগর, উত্থিত ও প্রশস্ত,
উৎসারিত আর উচ্ছ্বসিত আমি জোয়ারে ফলবতী।
রাত্রির ভয় ভীতিকে পেছনে ফেলে
আমি জাগি
এক ভোরে যেখানে বিস্ময়কভাবে সব স্বচ্ছ
আমি জাগি
আমার পূর্বপুরুষদের দেওয়া উপহার নিয়ে,
আমি ক্রীতদাসের স্বপ্ন আর আশা।
আমি জাগি
আমি জাগি
আমি জাগি।
সময় পার
তোমার ত্বক ভোরের মতো
আমার ত্বক কস্তুরির মতো
একজন আঁকে সূচনা
এক নির্দিষ্ট সমাপ্তির
অন্যজন, একটি সমাপ্তি
নিশ্চিত সূচনার।
একটি দম্ভ
আমাকে তোমার হাতটি দাও
আমার জন্য জায়গা ছাড়ো
পথ দেখাতে ও অনুসরণ করতে
তোমাকে
এই কবিতার উন্মাদনা পেরিয়ে।
অন্যদেরকে দাও
একান্ত গোপনীয়তা
শব্দকে স্পর্শ করার
এবং ভালোবাসা হারানোর
ভালোবাসার।
আমার জন্য
তোমার হাতটি দাও।
যখন তুমি আসো
যখন তুমি আসো আমার কাছে, অনাহূতের মতো
আমাকে আঙুলে দেখাও
অনেক আগের ঘরগুলি,
যেখানে স্মৃতিরা শুয়ে আছে।
আমাকে নিবেদন করছো, একটি শিশুর মতো, একটি চিলেকোঠা
সামান্য কিছুদিনের একত্র সমাবেশ।
চুরি যাওয়া চুম্বনের বুদবুদ।
ঋণ করা প্রেমের তাবিজ।
তোরঙ্গ ভর্তি গোপন শব্দ,
আমি কাঁদি।