সুপ্রিয় সেনের প্রামাণ্যচিত্র প্রদর্শনী
বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের আয়োজনে প্রখ্যাত ভারতীয় পরিচালক সুপ্রিয় সেনের প্রামাণ্যচিত্র ’হোপ ডাইস লাস্ট ইন ওয়ার’-এর প্রদর্শনী আজ ২৯ আগস্ট, ২০১৫ তারিখ বিকেল ৫টা ৩০মিনিটে।
ঢাকার শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের অডিটরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রদর্শনীর পর পরিচালক সুপ্রিয় সেন দর্শকদের মুখোমুখি হবেন প্রশ্নোত্তর পর্ব ও আলাপচারিতায়। আয়োজনটি সবার জন্য উম্মুক্ত।
এখনো দেশে ফিরেননি ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধে ৫৪ জন ভারতীয় যুদ্ধবন্দী। তাঁদের অপেক্ষা করতে করতে তাঁদের অনেক মা-বাবা মারা গেছেন, অনেক স্ত্রী পুনরায় বিয়ে করেছেন, সন্তানদের কেউ হতাশ হয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু কিছু মানুষ এখনো আশা হারাননি। চার যুগ ধরে এই পরিবারের মানুষগুলোর অপেক্ষা, আশা-হতাশার গল্প নিয়ে তৈরি হয়েছে এই প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে জিতে নিয়েছে অনেক পুরস্কার। শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে অর্জন করেছে স্বর্ণ কমল। ২০০৭ সালে নির্মাণ করা এ প্রামাণ্যচিত্রটির দৈর্ঘ্য ৮০ মিনিট।