সমকামিতা নিয়ে বাংলাদেশের প্রথম কমিক ‘ধী এর গল্প’
সমকামিতার গল্প নিয়ে প্রথম বাংলাদেশি কমিক স্ট্রিপ ‘ধী এর গল্প’ যাত্রা শুরু করেছে। সমকামীদের অধিকার নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত শনিবার রাতে ঢাকায় ব্রিটিশ কাউন্সিলে ‘ধী এর গল্প’-এর মোড়ক উন্মোচন করা হয়। ‘বয়েজ অব বাংলাদেশ’ নামে একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। সমকামীদের অধিকার বিষয়ে কাজ করা এটি বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন।
কমিক সিরিজটি তৈরিতে কাজ করেছেন চারজন কনটেন্ট ডেভেলপার। তাঁদের একজন মেহনাজ খান এএফপিকে বলেন, ‘ধী-এর মাধ্যমে আমরা সমকামীদের ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানোর চেষ্টা করছি। কারণ কাকে ভালোবাসব, সে ব্যাপারে আমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। আর এ বার্তাটাই আমরা ধী কমিকসের মাধ্যমে পৌঁছে দিতে চাই সবার কাছে।’
কমিক সিরিজের প্রধান চরিত্র ‘ধী’ একজন সমকামী মেয়ে। বাংলা ‘ধী’ শব্দের অর্থ জ্ঞান। আরেকজন মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে ধী। যেহেতু আমাদের সমাজ এখনো সমকামিতাকে মেনে নেয়নি এবং এটি অপরাধ হিসেবে গণ্য করা হয়, তাই একসময় ধী বুঝে উঠেতে পারে না সে কী করবে? ধী-এর জীবনের এই টানাপড়েন নিয়েই গল্পটি সাজানো হয়েছে।
সমকামীদের অধিকারবিষয়ক বিভিন্ন সেমিনার এবং অনুষ্ঠানে কমিকটি বিতরণ করা হবে।