বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন চারজন
বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অনন্য অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’ পেয়েছেন চার সাহিত্যিক।
১০টি বিভাগের মধ্যে এ বছর চারটি বিভাগে এ পুরস্কার দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী, কবিতায় কাজী রোজী, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং কথাসাহিত্যে মোহিত কামাল এ পুরস্কার পাচ্ছেন।
আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ চার জনের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন।