চারুকলায় জয়নুল উৎসব
‘এই হচ্ছে হাজার বছরের ঐতিহ্য। ষড়ঋতুর দেশ বাংলাদেশের শাশ্বত শিল্প-ঐতিহ্যের এই হলো অলংকার। ঠিক হুবহু মাছ নয় অথচ মাছের মতো, ঘোড়া নয় অথচ তাই যেন—এই বহিঃপ্রকাশই তো সৃষ্টির উন্মাদনা। সৌন্দর্যপিয়াসী মানুষের নতুন নতুন রুচির সন্ধান।’ কথাগুলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের।
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে তিন দিনব্যাপী জয়নুল উৎসব।
উৎসব উপলক্ষে চারুকলার মাঠে শুরু হয়েছে বার্ষিক লোকজ মেলা এবং ১ নম্বর গ্যালারিতে চলছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগৃহীত পুতুলের প্রদর্শনী।
মঙ্গলবার সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন এবং অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী।
জয়নুল উৎসব উপলক্ষে বার্ষিক লোকজ মেলা ও পুতুল প্রদর্শনীটি চলবে আগামী ৩১ ডিসেম্বর প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।