শিল্পকলায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’
দেশের ৬৪ জেলার শিল্পকলা একাডেমির শিশু ও বড়দের পরিবেশনায় সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয় ও জেলার বৈশিষ্ট্যপূর্ণ পরিবেশনা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হচ্ছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’।
আগামী ১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় ১৮ দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
বুধবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘৬৪ জেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহণে নাট্যোৎসব হয়েছে, তবে এই প্রথম সাংস্কৃতিক উৎসব আয়োজিত হচ্ছে। ভবিষ্যতে চেষ্টা করব, যাতে প্রতি জেলায় আলাদাভাবে প্রতিবছরই সাংস্কৃতিক উৎসব আয়োজন করা যায়।’
সংবাদ সম্মেলনে লিয়াকত আলী লাকী বলেন, ‘এই উৎসবের উদ্দেশ হলো, সবার মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি করা। যেহেতু এখানে বিচারকদের ভূমিকা থাকবে, এতে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ কাজ করবে। মানুষ জানবে প্রত্যন্ত অঞ্চলেও সংস্কৃতি চর্চার ব্যবস্থা আছে।’
আগামীকাল ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে একাডেমির নন্দনমঞ্চে চারটি জেলা ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করবে।