চলছে চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
‘চলচ্চিত্র উৎসব’ চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক আনন্দের নাম। এর মধ্যে যে কটি চলচ্চিত্র উৎসবের জন্য দর্শকরা প্রতীক্ষায় থাকেন, তাদের মধ্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটি। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ‘চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি’ স্লোগানকে সামনে রেখে উদ্বোধন করা হয় উৎসবটির। নয়দিনের এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের ৫৮ দেশের ১৭৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবে চলচ্চিত্রসমূহ প্রদর্শিত হবে প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, নর্ডিক ফিল্ম সেশন, ইনডিপেনডেন্ট ফিল্মস এবং উইমেনস ফিল্ম সেশনে।
এবারের উৎসব কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজধানীর চারটি স্থানকে। জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন এবং আমেরিকান ইএমকে সেন্টার মিলনায়তন।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ছবি দেখতে কোনো টিকেট বা পাস লাগবে না। তবে অন্য সব কেন্দ্রে ৫০ টাকা মূল্যের টিকেট সংগ্রহ করতে হবে। অবশ্য শিশু ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। প্রদর্শনীর টিকেট কেন্দ্রেই পাওয়া যাবে।
এ ছাড়া চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে ‘ষষ্ঠ ঢাকা আন্তর্জাতিক সিনে ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২১ জানুয়ারি। তুর্কি বংশোদ্ভূত নরওয়েজিয়ান চলচ্চিত্রকার নেফিসে ওজকাল লরেন্টজিনের তত্ত্বাবধানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সহযোগিতায় এতে বাংলাদেশ ছাড়াও ভুটান, ইরান ও ফিনল্যান্ডের ২৫ জন নবীন চলচ্চিত্র শিক্ষার্থী, সমালোচক ও সাংবাদিক অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তনে উৎসবে নারীর ভূমিকাবিষয়ক সম্মেলন হবে ১৫ ও ১৬ জানুয়ারি। উৎসবের মিডিয়া পার্টনার স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ এবং নিউজ পার্টনার হিসেবে রয়েছে ‘একাত্তর টিভি’।
গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’। চেনা পরিচিত নির্মাতা এবং চলচ্চিত্রপ্রেমী মানুষদের আড্ডাও জমেছিল প্রদর্শনী শেষে।
আজ থেকে প্রতিদিন তিনটি চলচ্চিত্র কেন্দ্রে নিয়মিত প্রদর্শিত হবে বিভিন্ন দেশের চলচ্চিত্র। চলচ্চিত্র প্রদর্শনের সময়সূচি দেখে নেওয়া যাবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিজস্ব ওয়েবসাইট থেকে।