উন্মাদের আয়োজনে ‘সায়েন্স ইন্সপায়ার্ড পেইন্টিং এক্সিবিশন’
মাসিক রম্য ম্যাগাজিন ‘উন্মাদ’-এর আয়োজনে আগামীকাল রোববার থেকে শুরু হতে যাচ্ছে ‘সায়েন্স ইন্সপায়ার্ড পেইন্টিং এক্সিবিশন’। রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই আয়োজন। এই ধরনের প্রদর্শনীর আয়োজনে বাংলাদেশে এটাই প্রথম।
মহাকাশ নিয়ে তেলরং অ্যাক্রেলিক ও মিক্সড মিডিয়ায় শিল্পী আরিফ আহমেদের আঁকা ৫৫টি ছবি নিয়ে এই আয়োজন। শিল্পী আরিফ আহমেদ একজন অ্যানিমেটর হিসেবে কাজ করছেন অনেক দিন ধরে। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এর পাশাপাশি তিনি ছবিও আঁকেন। তবে তাঁর আঁকার বিষয় ভিন্ন।
মহাকাশ নিয়ে ছবি আঁকার বিষয়ে জানতে চাইলে শিল্পী আরিফ আহমেদ বলেন, “মহাকাশের বিশালতা আসলে আমাদের সবারই অনুভব করার সময় হয়েছে বলে আমি মনে করি। মহাজাগতিক বিজ্ঞান এখন এতটাই এগিয়ে গিয়েছে যে নাসা ঘোষণা দিয়েছে ২০২৫ সালের মধ্যে তারা এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করবে। শুধু তাই নয়, সম্প্রতি বাংলাদেশি বিজ্ঞানীর নেতৃত্বে পাওয়া গেছে জোড়া নক্ষত্র ‘ইটা টুইন ৪-৫’। কত না নতুন বিস্ময় ছড়িয়ে আছে বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে। সেটা বোঝাতেই আমার এই মহাজাগতিক আঁকাআঁকির চেষ্টা।”
রোববার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী মাসুক হেলাল, উন্মাদ সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীব, বিজ্ঞান বক্তা আসিফ, ন্যাশনাল এ্যাস্ট্রনমি অলিম্পিয়াডের রোনাল্ড ক্রুজ।
১৭ থেকে ২১ জানুয়ারি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দৃক গ্যালারির গ্যালারি ২-এ প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।
দৃক গ্যালারি
বাড়ি : ৫৮, রোড : ১৫এ (নতুন)
ধানমণ্ডি আবাসিক এলাকা
ঢাকা-১২০৯