রাবিতে তরুণ শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী শুরু
তরুণ শিল্পীদের ৫৪টি শিল্পকর্ম নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে ‘প্রথম চোরকুঠুরী শিল্পকর্ম প্রদর্শনী’। পাঁচদিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে চোরকুঠুরী আর্ট গ্রুপ।
আজ সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রদর্শনীর উদ্বোধন করেন রাবির চারুকলা বিভাগের অধ্যাপক গোলাম ফারুক।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে রাজশাহীর ১০ জন তরুণ শিল্পীর ৪১টি চিত্রকর্ম, নয়টি ভাস্কর্য ও ছয়টি আলোকচিত্র স্থান পেয়েছে।
প্রদর্শনী চলবে ২৯ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত। এই পাঁচদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
চোরকুঠুরী আর্ট গ্রুপের আহ্বায়ক নারগিস পারভীন বলেন, এ প্রদর্শনীতে দেশ, সমাজ ও প্রকৃতির প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের মনের আবেগ প্রদর্শনের মাধ্যম হলো শিল্পকর্ম। একজন শিল্পী শিল্পকর্মের মাধ্যমেই তাঁর সত্তার বহিঃপ্রকাশ করেন। যাঁরা সুন্দর মনের অধিকারী কিংবা যাঁরা শিল্পকর্ম ভালোবাসেন, তাঁদের মনের খোরাক মেটাবে এই প্রদর্শনী।
চোরকুঠুরী আর্ট গ্রুপের আহ্বায়ক নারগিস পারভীন সোমার সভাপতিত্বে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমদ, টিএসসির পরিচালক অধ্যাপক নূরুল মোসাদ্দেক চৌধুরী, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের সভাপতি আবদুর রশিদ প্রমুখ।