রায়হান রাইনের কবিতার বই ‘একদিন সুবচনী হাঁস’
‘একদিন সুবচনী হাঁস’ লেখকের দ্বিতীয় কবিতার বই। কবিতাগুলো ২০০৭ থেকে ২০১৬ সময়ের মধ্যে লেখা। বইটি প্রকাশিত হয়েছে গত নভেম্বরে। প্রকাশক : উদ্যোগ প্রকাশন। প্রচ্ছদ : শ্যামল হুদা। পৃ.-৬৪। মূল্য : ১৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে লিটল ম্যাগাজিন চিরকুট-এর স্টলে।