আলিয়ঁস ফ্রঁসেজে ‘অনুভূত আলো আঁধার’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচজন শিল্পীর ২৫টি চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে ‘অনুভূত আলো আঁধার-২’ শিরোনামে যৌথ চিত্রকর্ম প্রদর্শনী।
‘অনুভূত আলো আঁধার’ এই যৌথ চিত্র প্রদর্শনীটি অত্যন্ত শৈল্পিকভাবে প্রাকৃতিক আলো এবং আধারের মাধ্যমে মানুষের প্রাত্যহিক জীবনের দৃষ্টিকোণ থেকে সুখ ও দুঃখ প্রকাশ করে।
এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা আলো ও আঁধারের মৌলিক প্রকৃতিকে চমৎকার শৈলী ও নকশার মাধ্যমে ব্যবহার করে এ প্রদর্শনীকে একটি সুষম চিত্রকর্মে রূপ দিয়েছেন।
আলো ও আঁধারের দৃঢ় ভারসাম্যের মাধ্যমে এই চিত্রকর্মগুলোতে আলো ও অন্ধকার পরস্পরের ওপর নির্ভরশীল উপাদান হয়ে উঠে যা আবেগীয় এবং এটি চিত্রকলার উপাদানগুলোর মধ্যে নিহিত।
এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী রশিদুল আলমের কিছু চিত্রকর্ম তাঁর নিজস্ব চিন্তাধারার প্রতিনিধিত্ব করে। প্রায়ই তিনি ভালোবাসা, স্নেহ ও সুখে আবদ্ধ হন যা তাঁর শৈশবকে দোলা দেয়।
শিলী আল- আখির সরকার তাঁর আঁকা চিত্রকর্মে চিরাচরিত বাঙালির অনুভূতিগুলোকে স্থান দিয়ে নিজের ব্যক্তিগত এবং ভেতরের অনুভূতিকে মুছে ফেলতে চেয়েছেন যেখানে ঐতিহ্য, অনুভূতি, ধর্মীয় আচরণ, চিন্তা, স্বপ্ন এবং সমগ্র বাংলার ছবি বিদ্যমান।
শিল্পী মো. আজমল হোসেনের চিত্রকর্মগুলো জীবন সংগ্রাম তুলে ধরে। আমরা আমাদের প্রয়োজন এবং স্বপ্ন সম্পর্কে গল্প সৃষ্টি করি যা কখনো কখনো আমাদের খুশি করে এবং আমাদের বিপর্যস্ত করে প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটায়।
ব্যক্তির অন্বেষণ শিল্পী সৈয়দ ফিদা হোসেনের কাজের একটি অভ্যন্তরীণ বৈচিত্র্য। আমরা সবসময় আমাদের দৈনন্দিন হতাশার যান্ত্রিক জীবনের কাছে আবদ্ধ এবং আমরা আমাদের ভেতরের অস্তিত্ব হারিয়ে কখনো কখনো অবচেতন মনে নিজেদের খুঁজি। এটা মানুষের অস্তিত্বের একটি রহস্যময় যাত্রা, যা শিল্পী ফিদার কথায় ‘মানবতা’।
শিল্পী সুলতান ইশতিয়াকের চিত্রকর্মের বিষয় হলো প্রকৃতির সৌন্দর্যের বিরুদ্ধে সমাজের কঠোর বাস্তবতা, বিকৃত বাড়িঘর, ঐতিহাসিক ভবন, বুড়িগঙ্গা নদীর বড় বড় জাহাজ, উজ্জ্বল আলোমাঝি, নিপীড়িত মানুষ এবং তাদেরও নিয়মিত জীবনের কাজ, উজ্জ্বল আলোয় মাঝির অপেক্ষা, ঢাকা শহরের ট্রাফিক জ্যাম এবং ধসে যাওয়া বাড়ির আহত মানুষ।
গত ২৬ ফেব্রুয়ারি এই প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প সমালোচক সামসুল ওয়ারেস।
প্রদর্শনীটি চলবে ৮ মার্চ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।