শিল্পী রশিদ আলমের ‘থ্রি শ্যাডোস অব আর্ট’
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে ‘থ্রি শ্যাডোস অব আর্ট’ শিরোনামে প্রায় ৩০টি চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে শিল্পী মো. রশিদ আলমের প্রথম একক চিত্র প্রদর্শনী।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ক্যাফে লা ভেরান্দায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্প সমালোচক মহিউদ্দিন খালেদ এবং ঢাকা আর্ট কলেজের অধ্যক্ষ গোবিন্দ রায়।
শিল্পী রশিদ আলম তাঁর দ্বৈতবাদী চিত্রগুলো একটি অনন্য ধারার শিল্পকে তুলে এনেছে যা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দর্শকদের ভিন্ন স্বাদ এবং অনুভূতি আস্বাদনের সুযোগ করে দিতে পারে। এক প্রকার কালানুক্রম মেনে চিত্রগুলো বাম বা ডান দিক থেকে দেখা হলে দর্শকের সামনে একই ক্যানভাসে ভিন্ন চিত্র প্রতীয়মান হয়।
শিল্পীর ভাস্কর্যগুলোর ক্ষেত্রেও এই দ্বিত্ব বিষয়টি মানবাকৃতি এবং মানব-প্রকৃতির এক যুগ্মতুলনে প্রকাশিত হয়েছে। তিনি এ প্রদর্শনীতে কিছু মিনিয়েচার শিল্প প্রদর্শন করেছেন যা পেন্সিলের সুচাগ্রের গ্রাফাইট ফুঁড়ে বের হয়ে এসেছে কিংবা রংতুলির কৃশ কাঠ থেকে রূপ নিয়েছে, অথবা মিস্ত্রির হাতুড়ির কাঠের হাতল থেকে রূপান্তরিত হয়েছে। আবার কিছু অনুভাস্কর্যে ভিঞ্চি, পিকাসো, দালির মতো অবিনশ্বর গ্রেট মাস্টারদের আবক্ষ প্রতিমাকে শিল্পী ফুটিয়ে তুলেছেন পরম যত্নে।
প্রদর্শনীটি চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।