শিল্পকলায় ‘বাংলাদেশ অ্যান্ড জাপান ফ্রেন্ডশিপ আর্ট শো’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ২ নম্বর গ্যালারিতে শুরু হলো ‘বাংলাদেশ অ্যান্ড জাপান ফ্রেন্ডশিপ আর্ট শো’ শিরোনামে সপ্তাহব্যাপী চিত্রপ্রদর্শনী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউডা, গ্লোরিয়া ফাউন্ডেশন ও রিনরি ইনস্টিটিউট অব অ্যাথিকস আয়োজন করেছে এই প্রদর্শনীটি।
প্রদর্শনীতে জাপানের শিল্পী সাকামতোর শিল্পকর্মসহ জাপানের ৫০টি শিল্পকর্ম, ইউডার ২১ জন শিক্ষকের ২১টি শিল্পকর্ম, গ্লোরিয়া ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক এফ রহমান ভুটানের একটি শিল্পকর্মসহ মোট ৭২টি শিল্পকর্ম এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। এ ছাড়া গ্লোরিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশের শিশুদের আঁকা ৭০টি চিত্রকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান দূতাবাসের কালচারাল কাউন্সিলর, জাপানের রিনরী ইনস্টিটিউট অব অ্যাথিকসের চেয়ারম্যান হাশমী টোশিকাটসু ও বিশিষ্ট শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।