‘প্রবাসে প্রদোষে’র প্রকাশনা উৎসব
বিশিষ্ট গীতিকবি, প্রাবন্ধিক ও কথাশিল্পী ভূঁইয়া সফিকুল ইসলামের নতুন গদ্যগ্রন্থ ‘প্রবাসে প্রদোষে’-এর মোড়ক উন্মোচন হলো আজ মঙ্গলবার। বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এই প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম।
গ্রন্থটি শুরু হয়েছে লেখকের শ্রীলংকা ভ্রমণ দিয়ে, যদিও এর কেন্দ্রভূমিতে রয়েছে যুক্তরাজ্যে তাঁর প্রবাসজীবন। মূলত এ গ্রন্থ হচ্ছে কয়েকজন ব্যতিক্রমী মানুষের সঙ্গে ভূঁইয়া সফিকুল ইসলামের প্রবাসজীবনের স্মৃতিগাথা। শুধু স্মৃতি নয় সমকালের নানা প্রসঙ্গই উঠে এসেছে এই বইয়ে। ইতিহাস, দর্শন, ধর্ম, রাজনীতি, প্রেম, বিরহ, বিচিত্র সব মানবিক হৃদয়াবেগ মলাটবন্দি হয়েছে এই বইয়ে।
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রকাশনা উৎসবের সূচনা হয়। বইটি বেরিয়েছে অন্য প্রকাশ থেকে। ২৮৮ পৃষ্ঠার বইটির মূল্য ৪৫০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।