ত্রিশ খণ্ডে রবীন্দ্র-রচনাবলির প্রকাশনা অনুষ্ঠান
সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য প্রকাশিত সৈয়দ আকরম হোসেন সম্পাদিত ৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলি প্রকাশনা অনুষ্ঠান আগামী ২১ বৈশাখ ১৪২৩, ৪ মে ২০১৬, বুধবার, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
শাহবাগস্থ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী; সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম; রবীন্দ্রসংগীতশিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা ও জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ-এর সভাপতি আজিজুর রহমান আজিজ। আরো উপস্থিত থাকবেন ৩০ খণ্ড ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির সম্পাদনা সহযোগী আবুল বাসার ফিরোজ ও অস্ট্রিক আর্যু।
২২৫০০ পৃষ্ঠার অধিক এই রচনাবলি বাংলাদেশের সর্ববৃহৎ প্রকাশনা। রবীন্দ্রনাথের প্রাপ্ত সমগ্র বাংলা রচনা প্রকাশক্রম-অনুসারে এই ত্রিশ খণ্ডে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। এই প্রথম রবীন্দ্রনাথের সমগ্র চিঠিপত্র- ‘ছিন্নপত্র’, ‘ছিন্নপত্রাবলী’, ‘চিঠিপত্র’ (১-১৯ খণ্ড), ‘প্রমথনাথ বিশীকে লিখিত পত্র’, ‘ভানুসিংহের পত্রাবলী’ ও ‘পথে ও পথের প্রান্তে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া অখণ্ড ‘গীতবিতান’ও ভিন্ন রূপে ও প্রকরণে সন্নিবিষ্ট করা হয়েছে। সাহিত্য-ছবি-গান ও সুরের মিথস্ক্রিয়ার দিকে লক্ষ রেখে রবীন্দ্রনাথ-অঙ্কিত ‘রূপ-বিরূপে’র দুই শতাধিক রঙিন ছবি ও প্রাসঙ্গিক চার শতাধিক সাদা-কালো ছবিও রচনাবলির অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঐতিহ্য প্রকাশিত রচনাবলি প্রকাশের সঙ্গে যুক্ত হয়েছে দেশের সেরা মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, নতুন প্রজন্মের ব্যাংক ঢাকা ব্যাংক লিমিটেড, দেশে বিশ্বমানের কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বাংলাদেশে শীর্ষ অনলাইন বই বিক্রয় প্রতিষ্ঠান রকমারি ডটকম।
ঐতিহ্য রবীন্দ্র-রচনাবলির মূল্য ধরা হয়েছে ৪০ হাজার টাকা। বিশেষ ছাড়ে স্বল্পসময়ের জন্য ক্রেতারা ১৯ হাজার ৯০০ টাকায় এই রচনাবলি কিনতে পারবেন।