অসুস্থ নাট্যজন সুরুজের পাশে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন
সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রধান নাট্য সংগঠন থিয়েটার মঞ্চ ও শিশু-কিশোর নাট্যমঞ্চের প্রতিষ্ঠাতা, মঞ্চাভিনেতা-নির্দেশক আমির হোসেন সুরুজ সম্প্রতি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার ব্যয় নির্বাহের লক্ষ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ‘চিকিৎসা সহায়তা তহবিল’ গঠনের উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গত ১ এপ্রিল লোক নাট্যদল (বনানী)’র ‘কঞ্জুস’ এবং ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোরের ‘কনডেমড সেল’ নাটক দুটির বিশেষ প্রদর্শনী থেকে অর্জিত অর্থ এবং বিভিন্ন নাট্যসংগঠন ও নাট্যকর্মীদের অনুদানসহ মোট দুই লাখ ৫০ হাজার টাকার তহবিল সংগৃহীত হয়েছে। বিশেষ প্রদর্শনীসহ তহবিল সংগ্রহের মূল দায়িত্ব পালন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক কামরুন নূর চৌধুরী।
গত ৯ মে সোমবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার ক্লাবে নাট্যজন আমির হোসেন সুরুজের ছেলে হাসান ইশতিয়াক তমালের হাতে চিকিৎসা সহায়তা তহবিলের দুই লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।
তহবিল প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মমিন বাবু ও আমির হোসেন সুরুজের ছেলে হাসান ইশতিয়াক তমাল। অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠান সম্পাদক কামরুন নূর চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন নাট্যসংগঠনের কর্মী ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা, অর্থ সম্পাদক মীর জাহিদ হাসান, দপ্তর সম্পাদক খোরশেদুল আলম, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ গিয়াসসহ ফেডারেশনের অন্য নেতারা।