প্রকাশ হলো ‘এলিজা’স ট্রাভেল ডায়রি’
‘আমরা পারিবারিকভাবেই ছোটবেলা থেকেই ট্রাভেল করতাম বাবা-মার সাথে। বিয়ের পরেও ট্রাভেল করছি ফ্যামিলির সাথে, তারপর প্রফেশনাল কারণে আমাকে কনফারেন্স করার জন্য বিভিন্ন দেশে যেতে হয়েছে। এই ভ্রমণগুলো নিয়েই মনে হলো আমি একটা আর্কাইভ করতে পারি। বড় কোনো চিন্তা থেকে নয়, আসলে মনে করেছি যে জায়গাগুলো আমি ঘুরেছি তার একটা আর্কাইভ্যাল ভ্যালু থাকা দরকার। সেই জায়গা থেকেই বইটা করা’, ‘এলিজা’স ট্রাভেল ডায়রি’ বইটি নিয়ে এভাবেই বলছিলেন লেখিকা এলিজা বিনতে এলাহি।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ সেমিনার হলে ‘এলিজা’স ট্রাভেল ডায়রি’ বইটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বইটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট হাসনাত আব্দুল হাই।
একাডেমিক প্রেস অ্রান্ড পাবলিশার্সের চেয়ারম্যান ড. মীজানূর রহমান শেলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টার্কটিকার এক্সপেডিটর এনাম-উল হক। এ ছাড়া অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের ফিচার সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক মাহবুব আজিজ।
সভাপতির বক্তব্যে ড. মীজানূর রহমান শেলী বলেন, ‘এই ধরনের চিত্তাকর্ষক আনন্দদায়ক বই যত তৈরি হবে, মানুষের কাছে পৌঁছানো যাবে, ততই আমাদের নতুন প্রজন্মের জন্য ভালো।’ তিনি আরো বলেন, ‘এলিজার বইটির প্রচার কামনা করছি, সাথে আশা করছি তিনি অনেক দিন ধরে লিখবেন, এ রকম সুন্দর লিখবেন এই কামনাই করছি।’
লেখক ও কলামিস্ট হাসনাত আব্দুল হাই বলেন, ‘বইটির পান্ডুলিপি আমাকে দেওয়া হয়েছিল তা পড়ে যেন একটা ভূমিকা লিখি। কিন্তু কোনো কারণে অনেক দিন সেই পাণ্ডুলিপি খুলে দেখা হয়নি। একদিন যখন সেটি পড়া শুরু করলাম আমি দেখলাম বইটির মধ্যে একজন প্রতিশ্রুতিশীল লেখক রয়েছে, বইটি টানে, আকর্ষণ করে।’
আব্দুল হাই আরো বলেন, ‘বইটির নামের মধ্যেও এক ধরনের সরলতা, স্বচ্ছতা ও বিনয় আছে। আমি অনেক ভ্রমণ কাহিনী পড়েছি কিন্তু এই বইয়ের নামের সাথে তুলনা হয় না। এটা আমাকে আকর্ষণ করেছে। আশা করছি পাঠকদেরও করবে।’
এলিজা বিনতে এলাহি পেশায় একজন শিক্ষক। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন তিনি। ‘এলিজা’স ট্রাভেল ডায়রি’ তার প্রথম বই। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তাঁর ভ্রমণের অভিজ্ঞতাগুলোই উঠে এসেছে বইটিতে। বইয়ের ১০টি অনুচ্ছেদে ঠাঁই পেয়েছে এশিয়ার ১০টি স্থানে তাঁর ভ্রমণের অভিজ্ঞতা। একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি (এপিপিএল) থেকে প্রকাশিত এই বইয়ের মূল্য ২০০টাকা।