বিড়ালপাখি
নতুন সিনে ক্লাবের যাত্রা শুরু
‘বিড়ালপাখির মজমা’ শিরোনাম দিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল শনিবার যাত্রা শুরু করে বিড়ালপাখি সিনে ক্লাব। এদিন নতুন এই ক্লাব নবীন চলচ্চিত্রকর্মীদের নিয়ে এক আড্ডার আয়োজন করে। আড্ডা ছাড়াও চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠিত হয় এদিন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আগেই আহ্বান করা হয়েছিল এক মিনিটের চলচ্চিত্র। বিষয় ছিল ‘যেইখানে থাকি, যেমন থাকি’।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্মাতা ও সংগঠক ইশতিয়াক জিকো। তিনি এ সময় জানান ‘বিড়ালপাখি’ ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি বলেন, ‘বিড়ালপাখি একটি কমিউনিটি তৈরির চেষ্টা করছে। নির্মাতা, সিনেমাটোগ্রাফার, এডিটর, সাউন্ড নিয়ে যাঁরা কাজ করেন, প্রযোজনা করতে চান, তাঁদের সবাইকে আমরা বলছি নির্মাণ শ্রমিক। এই মানুষদের নিয়েই আমাদের ক্লাব। ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ তৈরি করাও আমাদের উদ্দেশ্য। ইন্ডাস্ট্রিকে বাদ দিয়ে কাজ করা সম্ভব নয়। ইন্ডাস্ট্রি থেকেও আমাদের অনেক কিছু নেওয়ার ও দেওয়ার আছে।’
সিনে ক্লাবটির আয়োজনে উপস্থিত ছিলেন নির্দেশক জাহিদুর রহিম অঞ্জন। তিনি বলেন, ‘সিনেমা একটা আর্ট ফর্ম, যেটা দিয়ে আমি আমার সমাজ সম্পর্কে, মানুষ সম্পর্কে যে কথা ভাবছি, তা প্রকাশ করতে চাই। বিড়ালপাখির মজমা আমার কাছে মনে হয় তরুণ এবং উৎসাহিত নির্মাতাদের এক জায়গায় আনার প্রচেষ্টা। আসলে সিনেমা জিনিসটাকে আমাদের এখানে খুব সহজভাবে নেওয়া হয়। সিনেমা দেখাশোনা, সিনেমা নিয়ে আলোচনা, সিনেমা নিয়ে পড়াশোনা করতে হয়, যা ফিল্ম সোসাইটিগুলোতে আগে হতো। সিনেমা তো একা করা যায় না, সবাই মিলে করতে হয়। সেদিক থেকে বিড়ালপাখির মজমা ইজ আ গুড আইডিয়া অ্যান্ড আ গুড নেম আই মাস্ট সে।’
সবার সহযোগিতা নিয়েই নতুন সিনেক্লাবটি সামনে এগিয়ে যাবে, এমন আশা প্রকাশ করেন আয়োজনে উপস্থিত সবাই।