দেখি ছোট ছবি
নেপালি ছবি ‘বব’-এর নকল হিন্দি ছবি ‘কৃতি’?
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য ভারতীয় ছবি ‘কৃতি’। মুভিজ ডটকম প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন শিরিষ কুন্দর। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই স্বল্পদৈর্ঘ্য ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, রাধিকা আপ্তে ও নেহা শর্মা।
গত ২২ জুন ছবিটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়। তবে মুক্তি পাওয়ার পরেই সমালোচনার ঝড় ওঠে যে ‘কৃতি’ ছবিটির গল্প নেপালি ছবি ‘বব’ থেকে নকল করা।
এই দাবিটি করেন নেপালি মুক্ত চলচ্চিত্র নির্মাতা অনিল নিউপানে। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘বব’ ও ‘কৃতি’ ছবির সাদৃশ্য নিয়ে লেখেন। তিনি দাবি করেন তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বব’ গত ১২ মে ইউটিউবে মুক্তি দেওয়া হয়। ‘কৃতি’ ছবির গল্পের সঙ্গে তাঁর নির্মিত ছবি ‘বব’-এর গল্পের হুবহু মিল রয়েছে।
ফেসবুক পোস্টে ‘কৃতি’ ছবির নির্মাতা শিরিষ কুন্দরকেও ট্যাগ করেন অনিল। এই পোস্টের পর সমালোচনা শুরু হয় ‘কৃতি’ ছবিটি নিয়ে।
এসব সমালোচনার বিপরীতে শিরিষ কুন্দর তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন, “যাঁরা ১২ মে ২০১৬ তারিখে মুক্তি পাওয়া ‘বব’ ছবির সঙ্গে ‘কৃতি’ ছবির সাদৃশ্য নিয়ে সমালোচনা করছেন, তাঁদের জ্ঞাতার্থে জানাচ্ছি ‘কৃতি’ ছবিটির শুটিং করা হয়েছিল ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে।”
অবশ্য অনিল তাঁর ফেসবুক পোস্টে দাবি করেছেন, ২০১৬ সালের মে মাসে ইউটিউবে মুক্তি দেওয়া হলেও ‘বব’ ছবিটি তাঁরা ২০১৫ সালের অক্টোবরেই নির্মাণ শেষ করেন। ছবিটি ভিডিও স্ট্রিমিংয়ের সাইট ভিমিওতে সীমিত কয়েকজনের দেখার জন্য ছাড়া হয়েছিল। পরে ২০১৬ সালের মে মাসে সেটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়।
এখন পর্যন্ত ইউটিউবে ‘কৃতি’ ছবিটি দেখা হয়েছে ১৮ লাখ ৩৮ হাজারবারেরও বেশি। আর ‘বব’ ছবিটি দেখা হয়েছে মাত্র ২৭ হাজার ৭৯৮ বার।
দেখে নিন ‘কৃতি’ ও ‘বব’ দুটো ছবি। তারপর নিজেই সিদ্ধান্ত নিন।