‘বাড়ি ফেরার দুরন্ত গল্প’ লিখে পুরস্কার জিতলেন ১০ জন
বছরের কিছু সময়ে বাড়ি ফেরার জন্য প্রতিযোগিতা করতে হয় বটে! জীবিকা, আবহাওয়া, সময়, টিকেট ভাগ্য, ভিড়-ভাট্টা, দীর্ঘ অপেক্ষার সঙ্গে বাড়তি হিসেবে জীবনের ঝুঁকিও থাকে। তবুও যে বাড়ি না ফিরলেই নয়, কারণ ‘হোম ইজ হোয়্যার দ্য হার্ট ইজ’! তাই শত বাধা পেরিয়ে বাড়ি ফেরার গল্পগুলোও হয়ে ওঠে বারবার বিচিত্র, রংচঙে রোমাঞ্চকর, আবেগে-আদরের সুরে টানটান করে বাধা।
এমন কিছু গল্প জানাতে পারা আর সবাইকে জানাতে পারা গেলে লেখক কিংবা পাঠকের স্থান সংকুলান করাও কঠিন! তবে তার জন্য তো একটা উপলক্ষ চাই! এনটিভি অনলাইন ও দুরন্ত বাইসাইকেলের যৌথ প্রয়াসে এমনই এক আয়োজন ‘বাড়ি ফেরার দুরন্ত গল্প’। কেবল প্রতিযোগিতাই নয়, বাড়ি ফেরার গল্পগুলো বলার এক পরিসরও তৈরি করা হয়েছিল এই আয়োজনের মাধ্যমে। অজস্র লেখা এসেছে প্রত্যাশিতভাবেই।
এত লেখা থেকে সেরা লেখার হিসাব বের করা সহজ কথা নয়। সেই সঙ্গে আরেকটি ব্যাপার, লেখার গুণগত মানের সঙ্গে আবেগ আর ঘটনাটাও গুরুত্বপূর্ণ। এ কারণেই বিচারের প্রক্রিয়া সহজ হয়নি। এ কারণেই বিচারকদের কাছে ফলাফলের দায়ভার দিয়েই নয়, সঙ্গে যুক্ত করা হয়েছে পাঠকের ভোট। বিচারকদের দেওয়া নম্বর এবং পাঠকের ভোট, এই দুইয়ের সম্মিলিত ফলাফলে ১০ জন লেখক জিতে নিয়েছেন সেরা গল্পের জন্য পুরস্কার।
১১ জুন এনটিভি অনলাইনের ওয়েবসাইটে এই প্রতিযোগিতার ঘোষণার পরই অজস্র পাঠক সাড়া দিয়েছেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আসতে থাকে একের পর এক লেখা। প্রতিটি কাহিনী, ঘটনা বা লেখার ছাঁচে পার্থক্য রইলেও মূল সুরের সঙ্গতি এক জায়গায় গিয়ে ঠেকেছে, বাড়ি ফেরার জন্য অশেষ আকুতি। ২৫ জুন বিকেল পর্যন্ত ছিল বেঁধে দেওয়া ডেডলাইন।
এত লেখার মধ্য থেকে সেরা গল্প নির্বাচনের জন্য প্রথম কাজ ছিল প্রাথমিক বাছাই। এই কাজটি করেছেন প্রতিযোগিতার জন্য নির্ধারিত বিচারকমণ্ডলী। তাঁদের বাছাই অনুসারে ৫০টি গল্প নির্বাচন করা হয় এবং সেগুলো এনটিভি অনলাইনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ২৮ জুন। এরপর দুই সপ্তাহ ধরে চলে পাঠকের ভোটদানের পালা। ভোটাভুটি আর বিচারকদের দেওয়া নম্বর, এই দুয়ে মিলে ১২ জুলাই নির্ধারিত হয়ে গিয়েছিল চূড়ান্ত ১০ বিজয়ীর তালিকা।
একনজরে দেখে নিন বিজয়ীদের তালিকা এবং কে কোন গল্পের জন্য কোন পুরস্কার পাচ্ছেন—
১. প্রথম পুরস্কার জিতেছেন মনোয়ার হোসাইন। ‘Effect of পাশের সিটের সুন্দরী’ গল্পের জন্য তিনি পাচ্ছেন ঢাকা থেকে কক্সবাজার যাওয়া-আসার বিমানের টিকেট এবং অভিজাত হোটেলে দুই রাত-তিনদিন থাকার সুযোগ।
২. দ্বিতীয় পুরস্কার জিতেছেন মো. সাইফুল ইসলাম। ‘শান্ত, সবুজ-শ্যামল গ্রাম’ গল্পের জন্য তিনি পাচ্ছেন ভিশনের ২০ ইঞ্চি একটি এলইডি টিভি।
৩. তৃতীয় পুরস্কার জিতেছেন কাজী আলিম–উজ–জামান। ‘একটি সাদা-কালো গল্প’ গল্পের জন্য তিনি পাচ্ছেন একটি দুরন্ত গ্ল্যাডিয়েটর বাইসাইকেল।
৪. চতুর্থ পুরস্কার জিতেছেন মো. সাইদুর রহমান সজল। ‘মাথায় যেন বাজ পড়ল’ গল্পের জন্য তিনি পাচ্ছেন একটি ভিশন মাইক্রোওভেন।
৫. পঞ্চম পুরস্কার জিতেছেন শামীমা ফেরদৌসী। ‘তোর ব্যাগে ব্লেড আছে?’ গল্পের জন্য তিনি পাচ্ছেন টপারের একটি কুকিং সেট।
এ ছাড়া মো. মেহেদী হাসান, মো. মুজিবুল হক, আনিছুর রহমান, তৌফিক হাসান লিমন, মাসুম রাহমানী তাঁদের গল্পের জন্য পাচ্ছেন বেস্ট বাইয়ের পক্ষ থেকে এক হাজার টাকার গিফট ভাউচার।
শিগগিরই এনটিভি অনলাইন কর্তৃপক্ষের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত ঘোষণা জানিয়ে দেওয়া হবে।