ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো ‘৬ষ্ঠ চলচ্চিত্র কর্মশালা ২০১৬’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা। ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া এই কর্মশালায় আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। গতকাল ২১ জুলাই থেকে শুরু হওয়া কর্মশালা শেষ হবে আগামী ৫ আগস্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে গতকাল বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয় কর্মশালা। এ আয়োজনের প্রথম দিন উপস্থিত হন দেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক গিয়াসউদ্দীন সেলিম।
চিত্রনাট্য রচনা, এডিটিং, ক্যামেরা ও আর্ট ডিরেকশন, ব্যাকগ্রাউন্ড স্কোর ও সাউন্ড ডিজাইনিং থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন খুঁটিনাটি দিক সম্পর্কে তুলে ধরা হবে এই কর্মশালায়।
কর্মশালার পরবর্তী দিনগুলোতে নির্দেশনা দেওয়ার জন্য আরো থাকছেন লেখক ও চলচ্চিত্র পরিচালক জাহিদুর রহমান অঞ্জন, নেহাল কুয়ারেশী, উত্তম গুহ, সামির আহমেদ, রিপন নাথ ও মইনুদ্দীন খালেদ।
চলচ্চিত্রবিষয়ক এ কর্মশালা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। তবে কর্মশালায় অংশগ্রহণের জন্য নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের প্রত্যেককে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রায় ছয় দশক চলচ্চিত্র সংসদ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ডাকসু অনুমোদিত এই সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সদস্য। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সংগঠনটির প্রধান সঞ্চালকের দায়িত্ব পালন করে আসছেন।