শিল্পী সুকুমারের সরাচিত্র
গ্যালারি চিত্রকে ‘ফিরে চল মাটির টানে-২’ শিরোনামে অর্ধশতাধিক শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে শিল্পী সুকুমার পালের একক সরাচিত্র প্রদর্শনী। গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী।
শিল্পী সুকুমার পাল ১৯৭৭ সালে সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে বিএফএ শেষ করেন, যেটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। শিল্পী দীর্ঘ ৩০ বছর ধরে রপ্তানিমুখী দেশীয় কারুশিল্প ও তার উপকরণ নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করছেন। পেশাগত কারণে বিদেশের নানা ঐতিহ্যবাহী লোকশিল্প ও তার উপাদানের সঙ্গে পরিচয় থাকলেও দেশীয় লোকশিল্প সব সময়ই বিরাজমান শিল্পীর মননে। তাই শিল্পী বাংলার ঐতিহ্যবাহী সরাচিত্রকে মূল উপজীব্য হিসেবে গ্রহণ করেছেন।
শিল্পী সুকুমারের শিল্পকর্মের বিষয়বস্তু ও শিল্পশৈলী গ্রামবাংলার মানুষের জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নৃত্যরত নারী, মাছ ধরা, মাছ কাটা, রন্ধনরত রমণী, হাতি-ঘোড়া, রাধা-কৃষ্ণ, ময়ূরপঙ্খি নাও, লাঠিখেলা, মা ও শিশু, বাউল, ঢোলবাদক, বিভিন্ন রকমের পাখি, প্রেমিক যুগলসহ ইত্যাদি ফুটিয়ে তুলেছেন গভীর ভালোবাসায়, ছন্দময় রেখা ও রঙের ছোঁয়ায়। সরার গায়ে আঁচড় কেটে সরাচিত্রে ফুটিয়ে তোলা গ্রামীণ জীবনের এসব খণ্ডচিত্র বেশ বৈচিত্র্যময়। পাশাপাশি সরাচিত্রের আবহ অক্ষুণ্ন রেখে গোলাকৃতির ক্যানভাসও ব্যবহার করেছেন সরার বিকল্প হিসেবে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বারক আলভী ও অধ্যাপক নিসার হোসেন। প্রদর্শনীটি আগামী ১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য।