আগস্টের শেষ দিনে প্রকাশিত হলো ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’
আগস্টের শেষদিনে প্রকাশিত হলো প্রবন্ধকার ড. মো. হুমায়ুন কবীরের ‘বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’ নামের প্রবন্ধ সংকলন। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কর্তৃক লেখা এ গ্রন্থে সমসাময়িক বিষয়ের ওপর মোট ৪৭টি প্রবন্ধ স্থান পেয়েছে। বইটির মোড়ক উন্মোচন করেছেন বিশিষ্ট কলামিস্ট ও কথাসাহিত্যিক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমান, জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগারিক, শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, কর্মচারী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
বিগত এক বছরে দেশ-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলির আলোকে এবং বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত দেশের সরকারের জনবান্ধব বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের রাজনৈতিক বিশ্লেষণ স্থান পেয়েছে এতে। তা ছাড়া বিষয়ভিত্তিক বিভিন্ন প্রবন্ধের মধ্যে রয়েছে দল হিসেবে আওয়ামী লীগ এবং তার নেতৃত্বে মহাজোটের সরকারের বিভিন্ন কর্মসূচি, উন্নয়ন ভাবনা, জঙ্গি-সন্ত্রাস দমন, যুদ্ধাপরাধীদের বিচার, রাজনৈতিক দৃঢ়তা, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস, জেল হত্যা দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ইতিহাসের কলঙ্কময় ১৫ আগস্ট ও তার পূর্বাপর ঘটনাবলি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, ভাষা ও শহীদ দিবস, মুজিবনগর দিবস, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, জনবান্ধব জাতীয় বাজেট, রূপকল্প-২০২১ এবং ভিশন-২০৪১ বাস্তবায়নার্থে ভিশনারি পঞ্চবার্ষিকী পরিকলপনা, নিম্ন আয়ের দেশের কাতার থেকে নিম্নমধ্যম আয়ের দেশের কাতারে উঠে আসার জন্য এমডিজি অর্জন ও এসডিজি অর্জনে সক্ষমতা, সরকারি-বেসরকারি চাকরিজীবী, কর্মজীবী, গৃহকর্মী, নারী-পুরুষ সকলের কল্যাণ ভাবনা, সমাজের অবহেলিত অটিজম নিয়ে ভাবনা, ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি বিষয়কে বিশ্লেষণ করে লেখক প্রবন্ধগুলো লিখেছেন।
প্রবন্ধগুলোর প্রতিটিই এরই মধ্যে একাধিক বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু এবার যে গ্রন্থটি সম্পূর্ণভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়কে উপজীব্য করে লেখা। রাজনীতির বিষয়বস্তু হলো- একেবারে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে লেখা। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী রাশেদ সুখন, অলংকরণ করেছেন নাট্যকার আল্ জাবির এবং সম্পাদনা করেছেন লেখক ও নজরুল গবেষক রাশেদুল আনাম। এগারো ফর্মায় ১৭৬ পৃষ্ঠার এ বইটির মূল্য ২৫০ টাকা। মিডিয়া পাবলিকেশন থেকে প্রকাশক বীর মুক্তিযোদ্ধা এস এম দিদারুল আলম বইটি প্রকাশ করেছেন।