সাগরদাঁড়িতে ৯ দিনব্যাপী মধুমেলার উদ্বোধন
যশোরে কেশবপুরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিক উপলক্ষে ৯দিন ব্যাপী মধুমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে মেলার মূল ফটকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়ার প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, মাইকেল মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, নাট্যকার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেটের প্রথম রচয়িতা। পুরাতন কাহিনীর ব্যতয় ঘটিয়ে তিনি আধুনিক সাহিত্য রচনা করেছিলেন। তিনি ৪৯ বছরের জীবনে অসংখ্য প্রথমের জনক। তিনি সাহিত্যে পথ দেখিয়েছেন। তার পথেই হেঁটেছে অন্যরা।
এ সময় প্রধান অতিথি কেশবপুরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের যে দাবি তার প্রতি একত্বতা ঘোষণা করেন।
যশোর জেলা প্রশাসনের আয়োজনে মধুমেলা উদযাপন কমিটির সভাপতি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য ইয়াকুব আলী ও যশার-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন প্রমুখ।