অনন্যা মেহনাজ
পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, তৃতীয় বর্ষে। ভীষণ রকমের অবাস্তববাদী, আড্ডাবাজ। ভালোবাসেন নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে আর হুটহাট ব্যাগ কাঁধে চাপিয়ে নিরুদ্দেশ হতে। পাঠ্য-অপাঠ্য, যেকোনো বইয়ের ব্যাপারেই সর্বভুক। লেখেন শখের বশে। আপাত দৃষ্টিতে, অপেক্ষার বেড়াজালে বন্দি এক হোমো স্যাপিয়েন্স। বিশ্বাস করেন 'কার্পে দিয়াম'-এর মন্ত্রে।