ইংরেজি শিখুন
ইংরেজিতে অপেক্ষা করতে বলার ৫টি উপায়
ব্যস্ততার কারণে অনেক সময়েই আমরা সামনের মানুষটিকে অপেক্ষা করতে বলে থাকি। ইংরেজিতে সচরাচর ‘Wait for me.’ (ওয়েট ফর মি/আমার জন্যে অপেক্ষা করুন)-এর মতো সাধারণ বাক্য দিয়ে কাউকে অপেক্ষা করতে বলা হয়ে থাকে। আমাদের আজকের আয়োজনে আমরা জেনে নেব একটু ভিন্নভাবে কাউকে অপেক্ষা করতে বলার পাঁচটি উপায়।
১) Hang on a moment. (হ্যাং অন আ মোমেন্ট/একটু অপেক্ষা করুন)
অল্প সময়ের জন্য কাউকে অপেক্ষা করতে হলে তাকে নম্র স্বরে বলুন, ‘Hang on a moment.’ অথবা ‘Hold on!’ (হোল্ড অন)
২) I will be right with you. (আই উইল বি রাইট উইথ ইউ/আমি কিছুক্ষণের মাঝেই আপনার কাছে ফিরে আসছি)
সাধারণত কলসেন্টারগুলোয় গ্রাহকদের অপেক্ষা করতে বলার জন্যে অনুরোধ করতে বলা হয়, ‘I will be right with you, sir/madam.’
৩) Bare with me. (বেয়ার উইথ মি/আমার সঙ্গেই থাকুন বা অপেক্ষা করুন)
বেশি সময় ধরে অপেক্ষা করার প্রয়োজন হলে এটি ব্যবহার করা হয়। ধরুন, আপনি টাইপিং-এর কাজ করছেন এবং কাজটি শেষ করতে আপনার আরো সময় প্রয়োজন। এই সময়ে টাইপিং-এর জন্য কেউ তাগাদা দিলে তাকে বলুন, ‘This will take some time. Bare with me. (দিস উইল টেক সাম টাইম। বেয়ার উইথ মি)’ অর্থাৎ, কাজটি শেষ হতে আরো সময় লাগবে। অপেক্ষা করুন।
৪) Let me see. (লেট মি সি/আমাকে একটু সময় দিন)
হুট করে কারো প্রশ্নের জবাব মাথায় না এলে বা কাউকে কোনো তথ্য দেওয়ার জন্য একটু চিন্তা করার সময়ের প্রয়োজন হলে তাকে কায়দা করে বলুন, ‘Let me see.’ এবং তারপরে প্রয়োজনীয় সময় নিয়ে চিন্তা করে, গুছিয়ে সামনের ব্যক্তিকে আপনার উত্তরটি দিন।
৫) All in good time. (অল ইন গুড টাইম/আরো কিছু সময়ের প্রয়োজন)
ধরুন আপনি রাতের খাবার রান্না করছেন এবং আপনার রান্না শেষ করতে আরো সময়ের প্রয়োজন। এই ক্ষেত্রে কেউ যদি জানতে চায় রাতের খাবার কখন পরিবেশন করা হবে তখন গুছিয়ে বলুন, ‘The dinner will be served all in good time. (দ্য ডিনার উইল বি সারভড অল ইন গুড টাইম)’ অর্থাৎ, রাতের খাবার পরিবেশনে আরো কিছু সময়ের প্রয়োজন।
এবার আসা যাক আপনার জন্য অপেক্ষা করে থাকা ব্যক্তিকে অপেক্ষার মতো ধৈর্যশীল কাজটি করার জন্য ইংরেজিতে কীভাবে তাকে ধন্যবাদ জানাবেন সেই প্রসঙ্গে। আপনি তিনটি ভিন্ন উপায়ে ধন্যবাদ দিতে পারেন।
১) I apologize for the delay. (আই এপোলোজাইজ ফর দ্য ডিলে/আমি দেরি করার জন্য ক্ষমাপ্রার্থী)
কোনো সাক্ষাতে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে পৌঁছালে তার জন্য ক্ষমা চেয়ে বলুন, ‘I apologize for the delay’ এবং একই সঙ্গে অপেক্ষা করে থাকার জন্যে তাকে ধন্যবাদ জানাতে আগের বাক্যটির সঙ্গে জুড়ে দিন ‘Thank you for waiting. (থ্যাংক ইউ ফর ওয়েটিং)’ অর্থাৎ, অপেক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ।
২) Thank you so much for waiting. (থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং/অপেক্ষা করার জন্যে আপনাকে ধন্যবাদ)
অপেক্ষারত ব্যক্তিকে ধন্যবাদ জানাতে আপনি বলতে পারেন, ‘Thank you so much for waiting.’
৩) Sorry to keep you waiting. (স্যরি টু কিপ ইউ ওয়েটিং/আপনাকে অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখিত)
অনেকক্ষণ ধরে কাউকে অপেক্ষা করিয়ে রাখলে তাকে বলুন, ‘Sorry to keep you waiting for so long. Thank you for waiting.(স্যরি টু কিপ ইউ ওয়েটিং ফর সো লং।
থ্যাংক ইউ ফর ওয়েটিং/আপনাকে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রাখার জন্য আমি দুঃখিত। আপনাকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ।)’
পরেরবার ইংরেজিতে কাউকে অপেক্ষা করতে অনুরোধ করার জন্য ইংরেজিতে এই উপায়গুলোর সাহায্য নিন এবং বিষয়গুলো আরো ভালোভাবে জানতে নিচের ভিডিওটি দেখুন।