শেখ ফাতেমা ওয়ারা
শেখ ফাতেমা ওয়ারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে কাজ করছেন গণমাধ্যমে। শুরুটা ২০০৮ সালে বেসরকারি এফএম রেডিও স্টেশন রেডিও টুডে'তে আউটডোর ব্রডকাস্টার হিসেবে। এরপর সংবাদভিত্তিক সময় টেলিভিশনে প্রতিবেদক ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেন। বর্তমানে চ্যানেল টোয়েন্টিফোরে বার্তাকক্ষ সম্পাদক ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন।