অনৈতিক সম্পর্কের অভিযোগে নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪
হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ এপ্রিল) সকালে ভুক্তভোগী ওই নারী মামলা করার পর আসামিদের গ্রেপ্তার করা হয়।
এর আগে চুনারুঘাটে গত সোমবার একটি গ্রাম্য সালিশে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক নারীকে বেত দিয়ে নির্যাতন করা হয়। পরে গতকাল শুক্রবার (৭ এপ্রিল) সকালে নির্যাতনের শিকার ওই নারী থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন– উপজেলার বড়জুম গ্রামের নুরুল ইসলাম (৩০), বায়েজিদ হোসেন (৭০), আকবর আলী (৬৯) ও আতিক উল্লাহ (৫০)।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর স্বামী ওমান প্রবাসী। এক অটোরিকশাচালকের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক রয়েছে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সম্প্রতি ওই নারীর ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দেন অটোরিকশাচালক। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা ওই নারীর ওপর ক্ষিপ্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার রাতে বড়জুম গ্রামের মো. বাচ্চু মিয়ার বাড়িতে এক সালিশ বৈঠক বসে। স্থানীয় বাসিন্দা বায়েজিদ হোসেনের সভাপতিত্বে সালিশে নুরুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিশে ওই নারী পরকীয়ায় জড়িয়ে অপরাধ করেছেন এবং এর শাস্তি হিসেবে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপের সিদ্ধান্ত দেওয়া হয়। সে অনুযায়ী স্থানীয় আকবর আলী ওই নারীকে একে একে ৮২টি বেত্রাঘাত করেন।
একই সময় উপস্থিত সবাই পাথর নিক্ষেপ করেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। পরে নির্যাতনের শিকার ওই নারী থানায় এসে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক বলেন, ‘ভুক্তভোগীর শরীরে বেতের আঘাতের প্রমাণ পাওয়া গেছে। পাথর নিক্ষেপ করা হয়ছে কি না এবং কতবার আঘাত করা হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’