অবশেষে হিলি বন্দর দিয়ে ফিরলেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা
তিন দিন অপেক্ষার পর অবশেষে ভারতে আটকেপড়া নারী ও শিশুসহ এই পর্যন্ত ১৯ জন বাংলাদেশি পাসপোর্টযাত্রী দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন। আজ বুধবার দুপুরের দিকে তারা দেশে আসেন।এ সময় আগতদের গ্রহণ করতে স্থানীয় প্রশাসনের পক্ষে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়।
এদিকে, বন্দরে পৌঁছানোর পর এসব যাত্রীদের করোনা পরীক্ষা, ইমিগ্রেশন, বিজিবি ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দেশে আসা যাত্রীদের স্থানীয় তিনটি আবাসিক হেটেলে ১৭ জনকে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে এবং একজন ক্যানসার রোগীসহ দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাপাতালের আইসোলেশনে নেওয়া হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, করোনার কারণে গত ১২ মার্চ সরকার ভারতে অবস্থান করা বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয়। এরই আলোকে আজ দুপুর ৩টা পর্যন্ত ভারতে আটকেপড়াদের মধ্যে নারী, শিশুসহ ১৯ জন বাংলাদেশি পাসপোর্টযাত্রী কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি এবং ৭২ ঘণ্টার মধ্যে করোনার সনদ নিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছেন। এ সময় তাদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে কোয়ারেন্টিনে এবং আইসোলেশনে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে গিয়ে আটকা পড়েন।
গত ১৬ মে থেকে এই বন্দর দিয়ে দেশে ফেরার কথা থাকলেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত জটিলতায় তারা তিন দিন পর দেশে ফিরলেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সূত্র জানায়, গত বছরের ৩০ মার্চ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার পুরোপুরি বন্ধ ছিল।