ষাটে পা রাখতে যাচ্ছেন বলিউডের তিন খান, কী থাকছে চমক?
শাহরুখ, আমির, সালমান; বলিউড মানেই তিন খানের রাজত্ব। নব্বইয়ের দশক থেকে ভক্তদের মনের মণিকোঠায় ঘুরে ফিরে উঠে এসেছে এই তিনজনেরই নাম। শুধু ভারতে না, ভারতের বাইরেও তিন খানের জনপ্রিয়তা আকাশচুম্বী।
১৯৮৮ সালে বলিউডে বীরদর্পে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিল আমির আর সালমান। তখন শাহরুখের নাম পর্যন্ত মানুষ জানে না। এর চার বছর পর দিওয়ানা ছবি দিয়ে বলিউডে অভিষেক শাহরুখের। হিট, সুপারহিট, ব্লকবাস্টার ছবির কথা না হয় নাই-বা তুললাম, তিন খানের এমন অনেক ফ্লপ ছবিও আজ পর্যন্ত দর্শকদের মনে দাগ কাটে।
নব্বইয়ের দশকে যারা খানদের সিনেমা ভক্ত, তাদের অনেকেরই বয়স ত্রিশোর্ধ্ব। বয়স কম হয়নি তিন সুপারস্টারেরও। ২০২৫ সালে এসে তিনজনেরই বয়স হবে ৬০ বছর।
কিন্তু বলিউড বাদশাহ শাহরুখের অ্যাকশন, ভাইজান সালমানের ফাইটিং আর পারফেকশনিস্ট আমিরের কাজ দেখে আর কার সাধ্য আছে তিন জনের সামনে বয়সের দাঁড়িপাল্লাকে বাধা হিসেবে দাঁড় করানোর।
করোনা পরবর্তী সময়ে বলিউড সিনেমায় যখন রীতিমতো ধস নেমেছিল, ত্রাণকর্তা হয়েছিলেন শাহরুখ নিজেই। শাহরুখের ব্লকবাস্টার পাঠান রীতিমতো ঝড় তুলেছিল সিনেমা পাড়ায়। এরপর জাওয়ান সিনেমার ধুন্ধুমার অ্যাকশন দিয়ে শাহরুখ প্রমাণ করেছেন- বয়স কেবল নিছক একটি সংখ্যা।
ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সালমানের সিকান্দার সিনেমার জন্য। যদিও বিগ বস হোস্ট করে ভক্তদের মাতিয়ে রেখেছেন তিনি। এদিকে আমির লাল সিং চাড্ডা সিনেমার পর নিজেকে কিছুটা গুটিয়ে নিলেও আবার ফিরে আসছেন নতুন বছরে।
বলিউডের দুনিয়ায় যেখানে অনেক তারকা এসেছেন, আবার কালের গহ্বরে হারিয়ে গেছেন, সেখানে এই তিন জনের সমানতালে টিকে থাকা, বিশাল ফ্যানবেজ ধরে রাখা আর নিরবধি কাজের প্রতি কমিটমেন্টই প্রমাণ করে- সিনেমা শেষ হতে ঢের দেরি!
তিন খানের মধ্যে সালমান-শাহরুখ এবং আমির-সালমান স্ক্রিন শেয়ার করলেও তিনজনে একসঙ্গে দেখা যায়নি পর্দায়; আর এটি কম না পোড়ায় ভক্তদের। অমিতাভ বচ্চন, দিলিপ কুমার, রাজেশ খান্না কিংবা ধর্মেন্দর মতো একসময়ের সুপারস্টাররা ৬০ বছরে পা রাখার আগেই জ্বলজ্বলে তারকার তকমা হারিয়ে হয়েছিলেন দূরবর্তী নক্ষত্র।
অথচ এই তিন খানের বেলায় ভক্তদের এখনো প্রত্যাশা আগামীতেও এদেরকে লিডিং রোলে দেখা। আর ফুলস্টপ যদি দিতেই হয় তাহলে যেন তিনজন এক পর্দায় এক সিনেমায় দেখা দিয়ে যায় অন্তত।
২০২৫ সালে ভক্তরা অপেক্ষা করছেন তিন খানের নতুন সিনেমার জন্য। যদিও এ বছর শাহরুখের নতুন কোনো ছবি মুক্তি পাচ্ছে না। ২০২৬ সালে বলিউড বাদশাহ কিং সিনেমা নিয়ে হাজির হবেন ভক্তদের সামনে। এই সিনেমা দর্শকদের কাছে বাড়তি আবেদন সৃষ্টি করবে, তা আর বলতে। কারণ এবারই প্রথম শাহরুখের সঙ্গে পর্দায় দেখা যাবে তার মেয়ে সুহানাকেও।
নতুন বছরে মুক্তি পাবে সালমানের অ্যাকশন ধাচের সিনেমা সিকান্দার আর খরা কাটিয়ে বছরে মধ্যভাগে আসবে আমির খানের সিতারে জমিন পার। আর বয়স যতই হোক বলিউডের তিন খানের রাজত্ব শেষ হতে এখনো অনেক বাকি, তা ফ্যানদের ক্রেজ দেখে সহজেই অনুমান করা যায়।