অভিনেতা আখতার আলীর মৃত্যুবার্ষিকী আজ
অভিনেতা আখতার আলী। নিজের অভিনয়গুণ দিয়ে জয় করেছিলেন অগণিত দর্শক-হৃদয়। ২০১৩ সালের আজকের এই দিনে (২২ জুলাই) সকালে টঙ্গী বোর্ড বাজারের বাড়িতে ৭২ বছর বয়সে মারা যান তিনি। আজ তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী।
মস্তিষ্কে রক্তক্ষরণসহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সৈয়দ আকতার আলী। মৃত্যুর আগে দুই সপ্তাহ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
বিএফডিসিতে জানাজা শেষে একই দিন বিকেলে আজিমপুর কবরস্থানে আখতার আলীর দাফন হয়। পারিবারিক জীবনে সৈয়দ আখতার আলী চার পুত্র এবং এক কন্যাসন্তানের জনক।
সৈয়দ আখতার আলী ১৯৪১ সালের ১৭ অক্টোবর আসামের ধুপরীতে জন্মগ্রহণ করেন। তিনি ‘নদী ও নারী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন।
সৈয়দ আখতার আলী অসংখ্য ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে করছেন। তাঁর অভিনীত চরিত্রগুলো সব সময় অসহায়, বঞ্চিত-লাঞ্ছিত আর শোষণে জর্জরিত মানুষের প্রতিবিম্ব ছিল। চেহারা ও শারীরিক গঠন এবং অভিনয়দক্ষতার কারণে নির্মাতারাও তাঁকে এমন চরিত্রেই বেশি নির্বাচন করতেন। আর তিনিও তাঁর অভিনয়-প্রতিভার গুণে চরিত্রকে চমৎকারভাবে ফুটিয়ে তুলে দর্শকের নজর কাড়তেন।
আখতার আলী অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে—‘সূর্যদীঘল বাড়ি’, ‘সারেং বউ’, ‘কী যে করি’, ‘সুরুজ মিঞা’, ‘এখনই সময়’, ‘বংশধর’, ‘শ্যামল ছায়া’ প্রভৃতি। পরিচালক হিসেবে তিনি ‘নাবালক’ ছবির নির্মাণ শুরু করলেও কাজ শেষ করতে পারেননি।