আইসিটি খাতের শিল্পকারখানা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন : বাণিজ্যমন্ত্রী
আইসিটি খাতের শিল্পকারখানা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিদেশে বাংলাদেশের আইসিটি পণ্যের বিপুল চাহিদা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আইসিটি খাতে আমাদের পর্যাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে, তাঁদের কাজে লাগাতে হবে।’
টিপু মুনশি বলেন, ‘আগামী ২০২৫ সালের মধ্যে আইসিটি রপ্তানি পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’
মন্ত্রী বলেন, ‘বিদেশে আইসিটি পণ্যের বিপুল চাহিদার সুযোগকে কাজে লাগিয়ে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য এ সেক্টরের উন্নয়নে করণীয় নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়, বেসিসের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি সামিরা জুবেরি হিমিকা এবং সহসভাপতি আবু দাউদ খান ও ফাহিম হাসান।