সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৮ আগস্ট) দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান মুঠোফোনে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যাকাণ্ডের মামলায় টিপু মুনশিকে গুলশান-১ এর একটি বাসা থেকে রাত ১টা ১০ মিনিটে গ্রেপ্তার করা হয়েছে।
টিপু মুনশি ২০০৮ সাল থেকে টানা চারবার রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য হন। তিনি একজন ব্যবসায়ী। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাকে বাণিজ্যমন্ত্রী করা হয়। তবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় বরাবরই তিনি সমালোচিত হয়েছেন।