আওয়ামী লীগ বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ প্রতারক দল, এরা প্রতারণার রাজনীতি করে। এরা জনগণের সঙ্গে কথা বলে এক রকম, কাজ করে আরেক রকম। আওয়ামী লীগ জনগণকে কথা দিয়েছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেবে, এখানে বাকস্বাধীনতা থাকবে, রাজনৈতিক স্বাধীনতা থাকবে, এখানে লেখালেখির স্বাধীনতা থাকবে, একটা মুক্ত সমাজ থাকবে। তারা মুখে বলবে গণতন্ত্রের কথা, মিষ্টি মিষ্টি কথা বলবে। আর ক্ষমতা পাকাপোক্ত করতে তারা জনগণকে হত্যা করতেও দ্বিধা করবে না। এটা রাষ্ট্রের সঙ্গে, জনগণের সঙ্গে, সমগ্র দেশের সঙ্গে প্রতারণা।’
সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়ার স্মরণে আজ রোববার বিকেলে সুনামগঞ্জ পৌর শহরে আয়োজিত এক শোকসভায় মির্জা ফখরুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘এরা সমগ্র জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। একবার নয়, কয়েকবার। ২০০৮ সালে তারা বলেছিল, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দেওয়া হবে, কোনো অন্যায়-অত্যাচার করা হবে না। মানুষকে আইনের শাসন দেওয়া হবে, চাল ১০ টাকা কেজিতে দেওয়া হবে, কৃষকদের কম টাকায় সার দেওয়া হবে। কিন্তু প্রতারক দল কিছুই করেনি।’
আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আপনাদের আর ডিগবাজি খেয়ে কোনো লাভ নেই। এই ডিগবাজির কথা বলে ভাবছেন, জনগণের দৃষ্টি চলে যাবে অন্য দিকে। আসল জায়গা থেকে কিন্তু যাবে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সময় হয়ে গেছে। তাদের চলে যেতে হবে। এই যে মানুষের ক্ষতি করেছেন, জাতির সঙ্গে প্রতারণা করেছেন, একটা মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের সম্পদ চুরমার করার অপরাধে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনাদের সময় আর বেশি নেই।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি এটাকে সরকার বলি না, বলি একটা অদৃশ্যের সরকার। এর কলকাঠি নাড়া হয় অন্যখান থেকে, আর তারা সেইভাবেই চলে। এদের নিজেদের কিছু নেই। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।’
সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুক ইসলাম নুরুলের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের সাবেক সাংসদ নজির হোসেন প্রমুখ।
শোকসভায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অতিথিরা সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আসপিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর আলোকপাত করেন। সেই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।