‘আ.লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা প্রমাণ করতেই ভোটে যাওয়া’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা প্রমাণ করতেই বিএনপি বারবার নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচনে যাচ্ছি এ কথা বারবার প্রমাণ করার জন্য যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।’
আজ বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে যাইনি, তখন বলা হয়েছিল নির্বাচনে না গিয়ে ভুল করেছি। ১৪ সালে কেন যায়নি তা প্রমাণ করার জন্যই ১৮ সালের নির্বাচনে গেছি। আওয়ামী লীগের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হবে না তা প্রমাণ করার জন্যই গেছি। আজও প্রশ্ন এসেছে আপনারা সিটি করপোরেশন নির্বাচনে গেছেন কেন? ওই একই কথা বলতে চাই, নির্বাচনে এ কারণে যাচ্ছি এ কথা বারবার প্রমাণ করার জন্য যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এই ইলেকশন কমিশন যারা নিজেরাই বলে যে আমরা পারি নাই, আমাদের কথা না সিইসির কথা। আরেকজন কমিশনার তো পরিষ্কার বলেই দিয়েছেন এ নির্বাচন কমিশন যোগ্য নয় সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার জন্য। বারবার এ কথাই বলতে চাই এ নির্বাচন কমিশনকে সরাতে হবে, এ সরকারকে সরাতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন পরিচালনা করা।’
ছাত্রদলের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আজ ছাত্রদের অনেক সমস্যা। ছাত্রদলের উচিত হবে সে সমস্যাগুলো নিয়ে আন্দোলন করা। ছাত্রদলের উচিত হবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠন গড়ে তোলা এবং ছাত্রদের সমস্যা নিয়ে সামনে আসা। আজকে ডাকসু ভিপি নুরকে যখন মারে, তাকে যখন শুইয়ে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের যখন মারে, নিগৃহীত করে তোমাদের ওপর আঘাত করে তখন তোমাদের জেগে উঠতে হবে। দাঁড়াতে হবে। প্রতিরোধ করে দাঁড়াতে হবে। প্রতিরোধ ছাড়া কখনো বিজয় অর্জন করা সম্ভব হয় না।’
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘ভারত আইন করেছে যা বৈষম্যমূলক আইন। যে আইনের মধ্যে ধর্মীয় বৈষম্য রয়েছে। সে আইনের বিরুদ্ধে ভারতেই বিদ্রোহ দেখা দিয়েছে। কারা প্রথম বেরিয়েছে? ছাত্ররা। আজ গোটা ভারতবর্ষের সব ছাত্র সেই আইনের বিরুদ্ধে নেমেছে। আজ হংকংয়ে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলন করছে। এ দেশে কোনো কিছুই সম্ভব হয়নি ছাত্রদের অগ্রণী ভূমিকা ছাড়া।’
ছাত্রদলের উদ্দেশে ফখরুল আরো বলেন, ‘৯০ এর গণআন্দোলনে জয়ের পর সব ছাত্রনেতারা চলে গিয়েছিলেন গ্রামেগঞ্জে। গিয়ে সবাইকে সংগঠিত করে ধানের শীষে ভোট দিয়েছিলেন। যেটা কেউ চিন্তাও করতে পারেনি।’
ঢাকা সিটি নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচন আসছে। তোমরা ছড়িয়ে পড় ঢাকা শহরে। প্রতিটি গলিতে গলিতে বাড়িতে বাড়িতে যাও। বল যে আজ শুধু পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এজন্য যে আমরা একটি পরিবর্তন আনতে চাই।’