আহমদিয়াদের ওপর হামলা আ.লীগের পূর্বপরিকল্পিত : মির্জা ফখরুল
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপির আন্দোলন নস্যাৎ করতে আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে বিএনপিকে দোষারোপ করছে।’
আজ সোমবার (১৩ মার্চ) ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়ায় নিজ বাসভবন চত্বরে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভার পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
এ সরকারের অধীনে নির্বাচন না করার ইঙ্গিত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল করেছিল। লগি-বৈঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করেছিল।’
বিচারপতি খায়রুল ইসলামকে দোষারোপ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আদালতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তিনি দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা এনেছেন।’
সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে ত্রাসের রাজনীতি কায়েম করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। পরে মির্জা ফখরুল জেলা বিএনপির বর্ধিত সভায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন বেগবান করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।