এক ঘণ্টার জন্য এএসপি হলেন মন্দিরা
স্বপ্ন পূরণ হয়েছে দিনাজপুরের নবম শ্রেণির শিক্ষার্থী মন্দিরা রায়ের। এক ঘণ্টার জন্য হয়েছেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি)।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলার কোতোয়ালি থানায় ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্সের আয়োজনে ‘গার্লস টেকওভার-২০২১’ অনুষ্ঠান চলাকালে মন্দিরা এক ঘণ্টার জন্য এএসপির ভূমিকা নেন।
এ সময় মন্দিরা বলেন, ‘ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল, আমি বড় হয়ে লেখাপড়া করে একজন ভালো মানের পুলিশ কর্মকর্তা হব। কিন্তু আজ আমার সেই স্বপ্নটা পূরণ হলো। আমার খুশি কাউকে দেখাতে পারব না। আজ আমি এএসপি হলাম। আমি বড় হয়ে পুলিশের কর্মকর্তা হয়ে দেশের মানুষের সেবা করে যাব।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলার সদর সার্কেলের এএসপি সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন, সংগঠনের সভাপতি তাবাসসুম নুসরাত তানু, সাধারণ সম্পাদক মাফতাহাল জান্নাত প্রমুখ।
অনুষ্ঠানে এএসপি সুজন সরকার বলেন, ‘এ ধরনের কার্যক্রম আরও করা উচিত। কারণ এ ধরনের কার্যক্রম দিয়ে সমাজে নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধ করা যাবে। আগামীতে এসব কার্যক্রমে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’