এক বাইকে চার কিশোর, খুঁটিতে ধাক্কায় প্রাণ গেল দুজনের
সুনামগঞ্জ সদর উপজেলা রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের ধাক্কায় এএসসি পরীক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুই কিশোর।
আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হরো উপজেলার মাইজবাড়ি গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও শামসুন্নুরের ছেলে পাভেল আহমদ (১৫)। পাভেল এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। গুরুতর আহত দুই কিশোর হলো শাকিনূর ও আশিক।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, চার কিশোর একই মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। ব্রাহ্মণগাঁও এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহত আরো দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, নিহত দুই কিশোরের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, মোটরসাইকেলে থাকা চার আরোহীর দুজন হাসপাতালে আনার আগেই মারা যায়। গুরুতর আহত আরো দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।