এনটিভির সংবাদ দেখে বেদে সম্প্রদায়কে স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা
করোনা মহামারির মধ্যেই তিন দফা বন্যার পর গত বুধবার এনটিভির সংবাদে ‘কেমন আছেন সুনামগঞ্জের নৌকায় বসবাস করা বেদে সম্প্রদায়ের মানুষ’ এ শিরোনামে একটি মানবিক সংবাদ প্রচারিত হয়। এ সংবাদটি দেখে উদ্বুদ্ধ হয় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা নৌকায় থাকা ৫০টি বেদে পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে।
গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে প্রথমে দিরাইয়ের চানপুরের বেদে সম্প্রদায়ের ৩০টি পরিবারের মধ্যে ‘আবুল কালাম অ্যান্ড সায়েরা হেল্পিং ফাউন্ডেশন’ খাদ্যসামগ্রী বিতরণ করে। এরপর তারা জগন্নাথপুর উপজেলায় আরো ২০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী দেয়।
খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মোমবাতি, লাইটার ও খাবার স্যালাইন ছিল।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইতালি প্রবাসী বদর কোরেশীর ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বেদে সম্প্রদায়ের মো. শওকত বলেন, ‘কিছুদিন আগে খুব গরমের মধ্যে এক সাংবাদিক ভাই আমাদের ভিডিও করে বক্তব্য নিয়ে যান। আমরা তো মনে করেছি এ রকম কতজনই তো ভিডিও নেয়, ছবি নেয়। তারপর আর কোনো খোঁজ-খবর থাকে না। আজ আবার সেই সাংবাদিক ভাইসহ আরো কয়জন ভাই এসে আমাদের প্রত্যেক নৌকায় সাহায্য করে গেছেন। আমরা খুশি হয়েছি। আল্লাহ তাঁদের আরো তাওফিক দান করুন।’
ফাউন্ডেশনের বর্তমান সভাপতি মো. নিজাম কোরেশী বলেন, ‘গত বুধবার এনটিভিতে বেদে সম্প্রদায়কে নিয়ে মানবিক সংবাদটি প্রচারের পর ফাউন্ডেশনের সদস্যদের মনকে নাড়া দেয়। পরে ফাউন্ডেশনের মিটিংয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় জগন্নাথপুর ও দিরাই উপজেলার নৌকায় থাকা অসহায় ৫০টি বেদে পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হবে। পরে ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে নৌকায় নৌকায় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।’
নিজাম কোরেশী আরো বলেন, ‘আমরা অতীতেও দেখেছি, এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সময় অসহায় মানুষকে নিয়ে মানবিক সংবাদ প্রচার করে থাকে। তাই সংবাদটি দেখে আমরা আমাদের সামর্থ্যানুযায়ী খাদ্য সহায়তা দিয়েছি। আমরা চাই, সমাজের সামর্থ্যবানরা তাঁদের অবস্থান থেকেও এগিয়ে আসবেন।’
ফাউন্ডেশনের সদস্যরা এনটিভিকে ধন্যবাদ জানান।
ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সৈয়দ জায়েদ বলেন, ‘আবুল কালাম অ্যান্ড সায়েরা হেল্পিং ফাউন্ডেশন জগন্নাথপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার শিক্ষার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসায় সহায়তা করে থাকে। সেইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগসহ করোনা মহামারি আসার পর অসহায় দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে আসছে। এ ছাড়া পরপর দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করেছে। আমরা সবাই স্বেচ্ছায় এই ফাউন্ডেশনে শ্রম দিয়ে থাকি। আমাদের অর্থের জোগান দেন ইতালি প্রবাসী মো. বদর কোরেশী।’
এ সময় সৈয়দ জায়েদ এনটিভিকে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের পাশেই বেদে সম্প্রদায় থাকে। অথচ আমরা কখনো খেয়ালই করিনি, তারাও আছে অথবা তারা দুঃখ-কষ্টে আছে। সত্যি বলতে এনটিভিতে এই সংবাদটি প্রচারের পর নিজেদের মধ্যে কিছুটা অনুশোচনা হয়। সেই অনুশোচনা ও দায়বদ্ধতা থেকে তাদের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়েছি। এনটিভির কাছে আশা করব ভবিষ্যতে তারা আরো বেশি বেশি মানবিক সংবাদ প্রচার করবে।।’