করোনায় আক্রান্ত সাংসদ তানভীর ইমাম
করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের (উল্লাপাড়া) সংসদ সদস্য তানভীর ইমাম। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী ও উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।
উজ্জ্বল বলেন, ‘১ এপ্রিল সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে সব সংসদ সদস্যের করোনার টেস্ট করা হয়। কোভিড-১৯ টেস্টের জন্য ৩১ মার্চ সকালে সংসদ ভবন বুথে তিনি নমুনা দেন। সন্ধ্যায় তানভীর ইমামকে জানানো হয় তার করোনা পজিটিভ। এরপর থেকে তিনি ঢাকার বাড়িতে অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি ভালো আছেন।