করোনা সচেতনতায় সুনামগঞ্জ শহরে বিনামূল্যে মাস্ক বিতরণ
সুনামগঞ্জ পৌরশহরের বিভিন্ন এলাকায় প্রায় তিনশ ব্যক্তিকে মাস্ক দিয়েছে তেঘরিয়া এলাকার একদল তরুণ। তাঁরা শহর ঘুরে রিকশা, অটোরিকশা, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে বিনামূল্যে এই মাস্ক বিতরণ করেন।
তেঘরিয়া এলাকার তরুণ সংস্কৃতিকর্মী ও ক্রীড়াবিদ আহসান জামিল আনাস জানান, করোনাভাইরাসের বিস্তার রোধ এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করেছেন। করোনাভাইরাস নিয়ে সর্বত্র একটা উদ্বেগ দেখা দিয়েছে। তাই আতঙ্কিত না হয়ে মানুষ যাতে এ বিষয়ে সচেতন হন, এ জন্য মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছেন তাঁরা। শহরের ব্যস্ততম আলফাত স্কয়ার, স্টেশন রোড, স্টেডিয়াম এলাকায় মাস্ক বিতরণ করেন তাঁরা। মূলত এই উদ্যোগ দেখে অন্যরাও তাঁদের নিজের অবস্থান থেকে করোনা বিষয়ে সচেতনতা এবং মাস্কসহ অন্য উপকরণ নিজ এলাকার মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নিতে পারেন। একইভাবে মানুষের মধ্যে আরো মাস্ক বিতরণ করবেন।
একই এলাকার আরেক তরুণ হারুনুর রশিদ জানান, তাঁরা নিজেদের টাকায় মাস্ক কিনে বিতরণ করেছেন। শ্রমজীবী অনেকেই আছেন, যাঁরা নিজেদের টাকায় মাস্ক কিনতে পারছেন না বা এ বিষয়ে তাঁরা বিশেষ কিছু জানেন না।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেছেন, ‘তরুণদের এই উদ্যোগ প্রশংসনীয়। তাঁরা আমাকেও শহরে পেয়ে একটি মাস্ক দিয়েছেন। আমাদের সবার উচিত আনাসের মতো অন্যরাও এগিয়ে আসতে এবং করোনাভাইরাসের বিষয়ে সচেতন থাকা এবং অন্যদের সচেতন করা।’