কর্মসূচিতে নিহত চার নেতার পরিবারকে আর্থিক সহায়তা দিল জিয়া পরিষদ
ভোলায় বিএনপির কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত নূরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন প্রধান ও মুন্সীগঞ্জে শহিদুল ইসলাম শাওনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছে জিয়া পরিষদ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
"চলমান আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা ও প্রকাশনা অনুষ্ঠানের" আয়োজন করে জিয়া পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহত চার নেতার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন বিএনপি মহাসচিব ও জিয়া পরিষদের নেতারা।
আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে- ভোলায় নিহত আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম, নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান, মুন্সিগঞ্জে নিহত শহিদুল ইসলাম শাওনের বাবা ছোয়াব আলী ভূইয়া ও নারায়ণগঞ্জে নিহত শাওন প্রধানের মা আমেনা বেগমকে।
জিয়া পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় এই অনুষ্ঠানে জিয়া পরিষদ মহাসচিব ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট দেওয়ান মাহফুজ রহমান, ছাত্রদল সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।